South 24 Parganas News: রাত হলেই পুকুরের ধারে অন্ধকারে লুকিয়ে পড়ছেন মহিলা-পুরুষরা! দিনকয়েক ধরে সাংঘাতিক কাণ্ড দেখছে জয়নগর

Last Updated:

South 24 Parganas News: রাত হলেই পুকুরের ধারে থাকা ঝোপঝাড়ে লুকিয়ে থাকতে দেখা যাচ্ছে মহিলা-পুরুষদের! দিন কয়েক ধরেই জয়নগরে চলছে এমন ঘটনা। কারণ পুকুর বাঁচাতে হবে।

+
পুকুর

পুকুর নিয়ে সমস্যা 

জয়নগর: পুকুর বাঁচাতে রাত জেগে অন্ধকারে লুকিয়ে পাহারায় বাসিন্দারাই! জয়নগর মজিলপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এই এলাকায় প্রায় তিন বিঘা একটি পুকুর রয়েছে। স্নান-সহ বিভিন্ন প্রয়োজনে বাসিন্দারা এই পুকুরটি ব্যবহার করেন। সপ্তাহ দু’য়েক আগে হঠাৎই পুকুরের জল সেচ করে বের করে দেওয়া হয়। তারপর পুকুরের একাংশে বেআইনি ভাবে শুরু হয় কংক্রিটের নির্মাণ। দ্রুত ওই নির্মাণ বন্ধের দাবিতে পুরসভায় ‘মাস পিটিশন’ দেন এলাকার বাসিন্দারা। বেআইনি কাজ বন্ধের জন্য থানারও দ্বারস্থ হন তাঁরা।
পুরসভার তরফে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। কিন্তু অভিযোগ, পুরসভার নির্দেশের পরেও কাজ বন্ধ হয়নি। দিনের বদলে রাতের অন্ধকারে লুকিয়ে কাজ শুরু হয়। এরপরেই রাত পাহারার সিদ্ধান্ত নেন স্থানীয় বাসিন্দারা। রাত জেগে পালা করে পাহারা দিচ্ছেন এলাকার মহিলা-পুরুষেরা।
advertisement
advertisement
স্থানীয় এসইউসি কাউন্সিলার বলেন, “পুরসভা নোটিশ দিয়ে কাজ বন্ধ রাখতে বলেছে। পুলিশও এসে বারণ করে গিয়েছে। কিন্তু তারপরেও রাতের অন্ধকারে কাজ হচ্ছে। পুলিশ ঘুরে চলে গেলেই ওরা আসছে। তাই এলাকার বাসিন্দারাই পালা করা রাত পাহারার ব্যবস্থা করেছে। এত কিছুর পরেও কীভাবে, কাদের মদতে কাজ হচ্ছে? এ ব্যাপারে প্রশাসনের আরও কড়া পদক্ষেপ করা উচিত।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষিণ  ২৪ পরগনার ওই এলাকার বাসিন্দা তথা জয়নগর-মজিলপুরের প্রাক্তন উপ পুরপ্রধান প্রবীর বৈদ্য বলেন, “কাজ বন্ধ করতে হবে এবং যেটুকু নির্মাণ হয়েছে, তা ভেঙে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। তা না হলে আমরা আদালতের দ্বারস্থ হব।” এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন, “বিভিন্ন প্রয়োজনে আমরা এই পুকুর ব্যবহার করি। এই পুকুরে এ ভাবে বেআইনি নির্মাণ হতে দেব না। পুকুর বাঁচাতেই রাত জেগে সবাই মিলে পাহারা দিচ্ছি।”
advertisement
বাসিন্দারা জানান, পুকুরের কিছুটা সরকারি সম্পত্তি। বাকিটা ব্যক্তিগত মালিকানাধীন। ব্যক্তিগত মালিকানাধীন অংশের বহু শরিক রয়েছে। তাঁদের অনেকেই বর্তমানে মৃত। কেউ কেউ বাইরে থাকেন। মালিকপক্ষের তরফে পুকুর দেখাশোনার দায়িত্বে থাকা স্থানীয় কয়েকজন ব্যক্তিই বাইরে থেকে লোক এনে এই নির্মাণ করাচ্ছে বলে অভিযোগ। অভিযুক্তরা অবশ্য এ ব্যাপারে মুখ খুলতে চায়নি।
জয়নগর-মজিলপুরের পুরপ্রধান বলেন, “খবর পেয়েই পুরসভার তরফে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ ও প্রশাসনের অন্যান্য স্তরেও চিঠি দিয়ে জানানহয়েছে।” পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: রাত হলেই পুকুরের ধারে অন্ধকারে লুকিয়ে পড়ছেন মহিলা-পুরুষরা! দিনকয়েক ধরে সাংঘাতিক কাণ্ড দেখছে জয়নগর
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement