West Medinipur News: ভাইরাস শনাক্তকরণ আরও সহজ এবং দ্রুত, আইআইটি খড়গপুরের গবেষণা চমকে দেবে

Last Updated:

কয়েক মিনিটে কয়েক'শ নমুনা পর্যবেক্ষণ করতে পারবে বিজ্ঞানীদের তৈরি এই বিশেষ পদ্ধতি। যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে চিকিৎসা বিজ্ঞানে। আইআইটি খড়্গপুরের নতুন আবিষ্কার ।

+
প্রতীকী

প্রতীকী ছবি

পশ্চিম মেদিনীপুর: কোনও মানুষের সঠিক রোগ নির্ধারণ, বিভিন্ন ক্লিনিকাল টেস্ট এর মধ্য দিয়ে রোগ নির্ণয় অত্যন্ত সহজসাধ্য নয়। এমনকি করোনা প্রাক্কালে কোভিড টেস্ট বেশ অনেক সময় সাপেক্ষ ছিল। এক্ষেত্রে সঠিক রোগ নির্ধারণের সময়, শরীরের মধ্যে থাকা বিভিন্ন রোগ জীবাণুর পরিমাণ এবং খুব দ্রুত চিকিৎসা চালু করা সহজসাধ্য হয়নি চিকিৎসাবিজ্ঞানে।
তবে এবার আইআইটি খড়্গপুরের এক অভিনব আবিষ্কার। অতি সহজে নিখুঁত এবং খুব অল্প সময়ে অধিক মাত্রায় বিভিন্ন নমুনা পর্যবেক্ষণ করা সম্ভব। কয়েক মিনিটে কয়েকশ নমুনা পর্যবেক্ষণ করতে পারবে বিজ্ঞানীদের তৈরি এই বিশেষ পদ্ধতি। যা ইতিমধ্যেই সারা ফেলেছে চিকিৎসা বিজ্ঞানে। আইআইটি খড়্গপুরের নতুন আবিষ্কার \”ফাস্ট ভাইরাল ডায়াগনস্টিক\”।
advertisement
advertisement
বেশ কয়েক বছর ধরে বিজ্ঞানীদের গবেষণায় এমন অবাক করা বিষয় সামনে এসেছে। আইআইটি খড়্গপুরের অধ্যাপক তরুণকান্তি ভট্টাচার্যের পৃষ্টপোষকতায় বিজ্ঞানী অধ্যাপক বাসুদেব লাহিড়ীর নেতৃত্বে পূজা লাহিড়ী সহ বেশ কয়েকজন গবেষক পড়ুয়া এমন উদ্ভাবনী আবিষ্কার সামনে এনেছেন।প্রসঙ্গত করোনাকালে নিখুঁত নমুনা পরীক্ষা এবং সঠিক ডায়াগনস্টিক বেশ সহজসাধ্য ছিল না। একটি নমুনার তথ্য পেতে লাগতবেশ অনেকটা সময়। শুধু তাই নয় অন্যান্য নমুনা পরীক্ষায়ও বেশ অনেকটা সময় লাগতো। তবে এবার বিজ্ঞানীদের আবিষ্কার এ এসেছে নয়া তথ্য। ফাস্ট ভাইরাল ডায়াগনস্টিক: যা FTIR(Fourier Transform Infrared) নির্ভর পর্যবেক্ষণ। যার ফলে, নমুনায় থাকা বিশেষ জীবাণুর পর্যবেক্ষণ অত্যন্ত সহজ।
advertisement
বিজ্ঞানীরা জানাচ্ছেন, ইনফ্রারেড মাইক্রো স্পেকট্রোসকপি এর মধ্য দিয়ে ভাইরাস পর্যবেক্ষণের চেষ্টা করেছেন। যে ক্ষেত্রে কোনও কোষ অথবা বিভিন্ন তরল উপাদান থেকে সহজে বিভিন্ন জীবাণু শনাক্তকরণ সম্ভব। সেক্ষেত্রে ইনফ্রারেড তরঙ্গ ফেলে বিভিন্ন উপাদান থেকে তরঙ্গ বিচ্ছুরণের মধ্য দিয়ে সেই উপাদানের সঠিক পরিমাণ, মাত্রা শনাক্ত করা যাবে খুব দ্রুত এবং মাত্র পাঁচ মিনিটে ৩০০ থেকে ৪০০ নমুনা অতি সহজে শনাক্ত করা যাবে। প্রাথমিকভাবে ইনফ্লুয়েঞ্জা এবং করোনা ভাইরাস নিয়ে গবেষণা করেছেন অধ্যাপকরা। পরবর্তীতে ডেঙ্গু ও চিকেনগুনিয়া ভাইরাসেও সফলতা মিলেছে।
advertisement
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে করোনাকালে কোভিড ভাইরাস শনাক্তকরণের আরটিপিসিআর টেস্ট এর থেকেও অত্যন্ত কার্যকরী এবং নিখুঁত এই পদ্ধতি। ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড মাইক্রোস্কোপি, স্পেক্ট্রাল এনালাইসিস এবং মেশিন লার্নিং ব্যবহার করে স্ট্রেইন টাইপিং এর মধ্য দিয়ে সার্স কোভিড ভাইরাস এর গঠনমূলক চরিত্রায়ন সম্ভব। শুধু তাই নয় বিভিন্ন ধরনের নমুনাও পর্যবেক্ষণ করা যায় এই বিশ্বাস পদ্ধতি মধ্য দিয়ে।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ভাইরাস শনাক্তকরণ আরও সহজ এবং দ্রুত, আইআইটি খড়গপুরের গবেষণা চমকে দেবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement