Bankura News: স্ক্যান করলেই ফ্রী'তে চা! কোন দোকানে পাওয়া যাচ্ছে জানেন? ভিড় জমাচ্ছেন সবাই
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
অ্যাপ ডাউনলোড করলেই মিলবে চা। এ এক অন্যতম একটি ভিন্ন স্বাদের মার্কেটিং দেখা গেল বাঁকুড়ার ডিজিটাল জগতে।
বাঁকুড়া: এক চুমুক চা! “চায় পে চর্চা” অর্থাৎ চা পান করতে করতে দুনিয়ার আড্ডা। বাঙালির অন্যতম “ফেভারিট অ্যাক্টিভিটি”। বাঁকুড়াও তার ব্যতিক্রম নয়। নিজের ছেলের ভবিষ্যৎ, সরকারি চাকরি, বাড়তে থাকা দূষণ সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাম্প্রতিক পারফরমেন্স, সবকিছুই চায়ের আড্ডায় একটা টপিক হতেই পারে।
সেই কারণে বাঁকুড়ার মানুষ শীত, গ্রীষ্ম, বর্ষা আবহাওয়াকে উপেক্ষা করে সকালবেলা থেকেই ভিড় জমান চায়ের দোকানে। এরই মধ্যে বাঁকুড়ার উদ্যোক্তা সুজয় বাগের তৈরি ক্যাশলেস ফুড ডেলিভারি অ্যাপ “সে নোক্যাশ” এবার নিয়ে এসেছে স্ক্যান করলেই ফ্রি চায়ের অফার।
আরও পড়ুন: ছাতা সঙ্গে রাখুন, আকাশ তোলপাড় করে ঝড় আসছে দক্ষিণের ২ জেলায়, প্রবল বৃষ্টির সঙ্গেই হবে শিলাবৃষ্টি
advertisement
advertisement
চায়ের দোকানের সামনে রয়েছে একটা মস্ত বোর্ড। যে বোর্ডের মধ্যে বড় বড় করে লেখা রয়েছে “ফ্রী’টি” অর্থাৎ বিনামূল্যে চা। আর তার নীচেই রয়েছে আরও বিরাট একটি কিউ আর কোড। উৎসুক চা প্রেমী যদি এই কিউ আর কোডটি স্ক্যান করেন তাহলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবেন গুগল প্লে স্টোরের সে নো ক্যাশের পেজে।
advertisement
এবার অ্যাপটি ডাউনলোড করলে বিনামূল্যে পেয়ে যাবেন ১০০ কয়েন, সেই কয়েন দিয়ে অর্ডার করতে পারবেন চা। বাঁকুড়ার ঘরে তৈরি “সে নো ক্যাশ” অ্যাপের মার্কেটিংয়ের দায়িত্বে থাকা বিক্রম মণ্ডল দেখিয়ে দিলেন কীভাবে করতে হবে কাজটা।
advertisement
বিক্রম মণ্ডল বলেন, বাঁকুড়ার মানুষ অত্যন্ত চা প্রেমী এবং সেই কারণেই সে নো ক্যাসের তরফ থেকে এটি একটি “টোকেন অফ লাভ”! এছাড়াও ভারতবর্ষ ধীরে ধীরে ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকছে। সে নো ক্যাশ অ্যাপটি ডাউনলোড করলে, নন ক্যাশ ট্রানস্যাকশন শিখতে পারবেন বাঁকুড়ার মানুষ, সেই কারণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই অ্যাপ ডাউনলোড করলে তার মাধ্যমে ক্যাসলেস ফুড অর্ডার করা যাবে।
advertisement
আপাতত বাঁকুড়া শহরের ছোট বড় মিলিয়ে ১৫টি হোটেল এবং রেস্টুরেন্ট এই অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে। অ্যাপ ডাউনলোড করলেই তাদের নাম মিলবে। এই সমস্ত জায়গা থেকে ফুড ডেলিভারির অর্ডার দেওয়া যেতে পারে। মজার মজার মার্কেটিং দেখা যায় বাঁকুড়া জেলায়। এবারও অন্যতম একটি ভিন্ন স্বাদের মার্কেটিং দেখা গেল বাঁকুড়া ডিজিটাল জগতের।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2025 9:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: স্ক্যান করলেই ফ্রী'তে চা! কোন দোকানে পাওয়া যাচ্ছে জানেন? ভিড় জমাচ্ছেন সবাই