Digha: দিঘায় তো বার বার গিয়েছেন, কিন্তু ওল্ড দিঘার ‘এই’ জগন্নাথ মন্দির দেখেছেন? না দেখলে এবারে অবশ্যই ঘুরে আসুন

Last Updated:

Digha: দিঘা মানেই বাঙালির প্রিয় সমুদ্রতীর। বছরের প্রায় সব সময়ই এখানে ভিড় জমে থাকে পর্যটকদের। সকাল থেকে রাত পর্যন্ত সমুদ্রতীরে থাকে কোলাহল, আনন্দ আর ভ্রমণের উত্তেজনা।

+
ওল্ড

ওল্ড দিঘার জগন্নাথ মন্দির

দিঘা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: দিঘা মানেই বাঙালির প্রিয় সমুদ্রতীর। বছরের প্রায় সব সময়ই এখানে ভিড় জমে থাকে পর্যটকদের। সকাল থেকে রাত পর্যন্ত সমুদ্রতীরে থাকে কোলাহল, আনন্দ আর ভ্রমণের উত্তেজনা। কিন্তু এই ভিড়-ভাট্টা থেকে সরে এলেই রয়েছে একেবারে অন্যরকম পরিবেশ, ওল্ড দিঘার জগন্নাথ মন্দির। সমুদ্রের কিনার ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই মন্দিরে নেই কোনও ভিড়, নেই হইচই। বরং চারপাশে ছড়িয়ে আছে শান্তি আর প্রশান্তি। ঢেউয়ের গর্জন আর সমুদ্র বাতাসের স্নিগ্ধ স্পর্শ যেন এখানে এসে মানুষকে অন্য এক অনুভূতিতে ভরিয়ে তোলে। যে কেউ যদি দিঘার কোলাহল থেকে কয়েক মুহূর্ত মুক্তি পেতে চান, তবে এই মন্দিরই তাঁর জন্য আদর্শ জায়গা। শুধু ভক্তদের নয়, সাধারণ ভ্রমণার্থীর কাছেও এই স্থান হয়ে উঠছে মানসিক প্রশান্তির ঠিকানা।
প্রায় চার দশক আগে এই মন্দিরের সূচনা। জানা যায়, মন্দিরের প্রতিষ্ঠাতা সমীর মণ্ডল প্রথমে দিঘায় বেড়াতে এসে এক ব্যক্তিকে ছোট্ট কুঁড়ে ঘরে বসে ভিক্ষা করতে দেখেন। সেই সময়ই তাঁর মনে হয়েছিল ঐ ব্যক্তির জন্য কিছু করার। তাই তিনি প্রথমে দু’টি অ্যাসবেস্টরের চালা ঘর নির্মাণের পরিকল্পনা করেন। সেই সময় তিনি সমুদ্রের মধ্যে ভেসে আসতে দেখতে পান জগন্নাথ এবং বলরাম দেবকে। কিছুক্ষণের মধ্যেই ভেসে আসে সুভদ্রা। সেই ঘরের ভেতরেই তিনি প্রতিষ্ঠা করেন জগন্নাথ ও বলরাম ও সুভদ্রার মূর্তি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাতের অনামিকার মাপ, আকারই চিনিয়ে দেয় কে কেমন মানুষ! মিলিয়ে দেখুন ‘এই’ সহজ উপায়ে, চমকাবেন আপনিও
এই মন্দিরের ইতিহাসের সঙ্গে রয়েছে নাটকীয়তাও। এক সময় তিন দেব-দেবীর মূর্তিই চুরি হয়ে যায়। তবে স্থানীয় মানুষজন ও কর্তৃপক্ষের প্রচেষ্টায় কিছুদিনের মধ্যেই আবার সেই মূর্তি উদ্ধার হয়। তখন থেকেই ভক্তদের ভরসার কেন্দ্র হয়ে ওঠে এই মন্দির। বর্তমানে অ্যাসবেস্টরের চালা বদলে এখানে গড়ে উঠেছে পাকা কংক্রিট নির্মিত মন্দির, যা আরও আকর্ষণীয় করে তুলেছে স্থানটিকে। মন্দির প্রাঙ্গণে গেলে চোখে পড়ে একেবারে শান্ত-নিরিবিলি পরিবেশ। পর্যটকরা জানান, দিঘার কোলাহল থেকে সরে এসে এখানে কয়েক মুহূর্ত কাটালে মন যেন অন্য রকম প্রশান্তি খুঁজে পায়। সমুদ্রের গর্জন, চারপাশের নিরবতা আর দেবমূর্তির সামনে দাঁড়িয়ে থাকা, সব মিলিয়ে জগন্নাথ মন্দিরে এলে ভ্রমণের আনন্দ দ্বিগুণ হয়ে যায়।
advertisement
দিঘায় ভ্রমণ মানেই সমুদ্রস্নান, সি ফুড আর পর্যটনকেন্দ্র। তবে যারা ভিড় থেকে একটু দূরে সরে শান্তির খোঁজে সময় কাটাতে চান, তাঁদের জন্য ওল্ড দিঘার জগন্নাথ মন্দির এক অসাধারণ জায়গা। চার দশকের ঐতিহ্য বহন করে চলা এই মন্দির শুধু ভক্তদের জন্য নয়, পর্যটকদের কাছেও হয়ে উঠেছে মানসিক শান্তির আশ্রয়স্থল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় তো বার বার গিয়েছেন, কিন্তু ওল্ড দিঘার ‘এই’ জগন্নাথ মন্দির দেখেছেন? না দেখলে এবারে অবশ্যই ঘুরে আসুন
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস ! এই ঠান্ডা আর কত দিন চলবে?
রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস ! এই ঠান্ডা আর কত দিন চলবে?
  • রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস !

  • এই ঠান্ডা আর কত দিন চলবে?

  • আপাতত পারদ থাকবে স্বাভাবিকের নীচেই

VIEW MORE
advertisement
advertisement