সুযোগ পেলেই পশ্চিমবঙ্গে এনআরসি চালু করব, মন্তব্য দিলীপ ঘোষের
Last Updated:
সুযোগ পেলেই পশ্চিমবঙ্গে চালু করা হবে জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি)৷ শনিবার বর্ধমানে সভায় মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷
#বর্ধমান: সুযোগ পেলেই পশ্চিমবঙ্গে চালু করা হবে জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি)৷ শনিবার বর্ধমানে সভায় মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর দাবি, এই রাজ্যেই সবচেয়ে বেশি প্রয়োজন এনআরসি-র৷
শনিবার বর্ধমানে সভায় দিলীপ ঘোষ বলেন, 'এনআরসি সবচেয়ে বেশি প্রয়োজন পশ্চিমবঙ্গে৷ আর্থিক, সামাজিক, সব ক্ষেত্রে এ রাজ্যকে লুঠ করেছে বিদেশিরাই৷ সেই বিদেশিদের চিহ্নিত করব৷ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের এ দেশে থাকার কোনও অধিকার নেই৷ নাগরিকত্ব বিল পাস করে বিদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে৷'
ও দিকে দিল্লি ও তেলঙ্গানায় এনআরসি-র দাবি তুলেছেন বিজেপি নেতারা৷ দিল্লিতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির দাবি, দিল্লির অবস্থা খুব খারাপ৷ এই অবস্থা শোধরাতে এনআরসি-ই একমাত্র রাস্তা৷
advertisement
advertisement
আরও ভিডিও: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এক্সক্লুসিভ সাক্ষাত্কার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
August 31, 2019 4:20 PM IST