সুযোগ পেলেই পশ্চিমবঙ্গে এনআরসি চালু করব, মন্তব্য দিলীপ ঘোষের

Last Updated:

সুযোগ পেলেই পশ্চিমবঙ্গে চালু করা হবে জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি)৷ শনিবার বর্ধমানে সভায় মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

#বর্ধমান: সুযোগ পেলেই পশ্চিমবঙ্গে চালু করা হবে জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি)৷ শনিবার বর্ধমানে সভায় মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর দাবি, এই রাজ্যেই সবচেয়ে বেশি প্রয়োজন এনআরসি-র৷
শনিবার বর্ধমানে সভায় দিলীপ ঘোষ বলেন, 'এনআরসি সবচেয়ে বেশি প্রয়োজন পশ্চিমবঙ্গে৷ আর্থিক, সামাজিক, সব ক্ষেত্রে এ রাজ্যকে লুঠ করেছে বিদেশিরাই৷ সেই বিদেশিদের চিহ্নিত করব৷ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের এ দেশে থাকার কোনও অধিকার নেই৷ নাগরিকত্ব বিল পাস করে বিদেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে৷'
ও দিকে দিল্লি ও তেলঙ্গানায় এনআরসি-র দাবি তুলেছেন বিজেপি নেতারা৷ দিল্লিতে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির দাবি, দিল্লির অবস্থা খুব খারাপ৷ এই অবস্থা শোধরাতে এনআরসি-ই একমাত্র রাস্তা৷
advertisement
advertisement
আরও ভিডিও: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এক্সক্লুসিভ সাক্ষাত্‍কার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুযোগ পেলেই পশ্চিমবঙ্গে এনআরসি চালু করব, মন্তব্য দিলীপ ঘোষের
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement