Icecream: বাঙালির প্রিয় পোস্ত এবার আইসক্রিমে! শেষ পাতে থাকবে রাজভোগ, পান
- Published by:Suman Biswas
Last Updated:
Icecream: আবার বাঙালির প্রিয় পোস্তর আইসক্রিমও পাবেন এখানে। মাত্র ৫৯ টাকায় পেয়ে যাবেন এক বাটি পোস্ত আইসক্রিম।
দুর্গাপুর: তীব্র গরমে নাজেহাল সকলেই। স্বস্তির নামটুকুও নেই। এই অবস্থায় রাস্তায় বেরিয়ে ঠান্ডা খুঁজছেন মানুষ। আর এই গরমে ঘরে বাইরে স্বস্তি দিতে আইসক্রিমের জুড়ি মেলা ভার। গরমে যেমন হুহু করে বিকোচ্ছে এসি, ফ্রিজ কুলার, তেমনই শরীর ঠান্ডা রাখতে ব্যাপক পরিমাণে বিক্রি হচ্ছে আইসক্রিম। তবে এই আইসক্রিম যদি শীতের আমেজ ফিরিয়ে এনে দেয়? হ্যাঁ, এমন স্বাদের ঠিকানা পাবেন দুর্গাপুরে। দুর্গাপুরে পাওয়া যাচ্ছে নলেন গুরের আইসক্রিম। তাও আবার, প্যাকেটজাত নয়। একেবারে ন্যাচারাল।
আবার বাঙালির প্রিয় পোস্তর আইসক্রিমও পাবেন এখানে। মাত্র ৫৯ টাকায় পেয়ে যাবেন এক বাটি পোস্ত আইসক্রিম। সঙ্গে অনেকখানি স্বস্তি, আর মন ভোলানো স্বাদ। তাছাড়া এখানে পেয়ে যাবেন প্রায় ৩০ রকমের বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম। আমেরিকান ড্রাই ফুডস থেকে শুরু করে কিউয়ি, লিচু সহ বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাবেন এখানে। তাছাড়াও রাজভোগ আইসক্রিম রয়েছে, এখানে রয়েছে পান কিং আইসক্রিম। এই আইসক্রিমের সঙ্গে পানের স্বাদ শরীরে এনে দেবে বাড়তি ফ্রেশনেস।
advertisement
advertisement
দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত একটি আইসক্রিম পার্লারে ব্যাপক চাহিদা রয়েছে নলেন গুড়ের আইসক্রিমের। এমনিতেই তীব্র গরমে আইসক্রিমের চাহিদা ব্যাপক। সঙ্গে শীতের স্বাদ জুড়ে দেওয়ায় ক্রেতাদের মন মজেছে। যদিও বাঙালির প্রিয় পোস্ত আইসক্রিমও পাওয়া যাচ্ছে এখানে। রয়েছে রাজভোগ, পানের আইসক্রিম। তবে নলেন গুড়ের চাহিদা অনেক বেশি।
advertisement
শহরের এই আউটলেটে মাত্র ৪৯ টাকায় পাওয়া যাচ্ছে এই অপূর্ব স্বাদের আইসক্রিম। তবে অন্যান্য দামেও সুখ স্বর্গের স্বাদ পাবেন এখানে। বাজারে নলেন গুড়ের প্যাকেটজাত আইসক্রিম পাওয়া গেলেও, এই আইসক্রিমের স্বাদ অনন্য। এমনই বলছেন ক্রেতারা। শুধু আউটলেটে নয়, অ্যাপ নির্ভর সংস্থা গুলির সাহায্যে ঘরে বসেও আইসক্রিম বিক্রি হচ্ছে দেদার।
advertisement
----Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 21, 2023 6:27 PM IST