Bengali News: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আগুন লেগে পুড়ে গেল শিশুদের খাদ্য! বাদুড়িয়ায় হাহাকার

Last Updated:

বাদুড়িয়া ব্লকের যশাইকাটি-৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা এটি। রাতের অন্ধকারে আগুন লেগে পুড়ে ভষ্মীভূত হয়ে যায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি

বাদুড়িয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আগুন, পুড়ে ছারখার শিশু খাদ্য
বাদুড়িয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আগুন, পুড়ে ছারখার শিশু খাদ্য
উত্তর ২৪ পরগনা: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল শিশুদের মিড ডে মিলের সরঞ্জাম, মজুত করে রাখা চাল, আলু সহ বহু কিছু। বাদুড়িয়ার ঘটনা। রাতের অন্ধকারে আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
বাদুড়িয়া ব্লকের যশাইকাটি-৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা এটি। রাতের অন্ধকারে আগুন লেগে পুড়ে ভষ্মীভূত হয়ে যায় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের পলেস্তরা, চেয়ার-টেবিল থেকে শুরু করে শিশুদের খাদ্যদ্রব্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার চাষিরা মাঠে কাজ করতে যাওয়ার সময় দেখতে পান অঙ্গনওয়াড়ি কেন্দ্র আগুনে পুড়ে গেছে। তাঁরাই বিষয়টি জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য ও বাদুড়িয়া থানায়। ঘবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে সারজমিনে তদন্ত করেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এলাকাবাসীদের অভিযোগ, সমাজ বিরোধীরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়েছিল। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের প্যালেস্তরা খসে পড়ায় সমস্যায় পড়েছেন আইসিডিএস কেন্দ্রের খুদে পড়ুয়ারা। পুলিশ খতিয়ে দেখছে কারা এই কাণ্ড ঘটাল।
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আগুন লেগে পুড়ে গেল শিশুদের খাদ্য! বাদুড়িয়ায় হাহাকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement