Local Sports: সিভিক ভলেন্টিয়ারের দারুণ কীর্তি! হাত ধরে ১০ পদক এল বাংলায়

Last Updated:

পদক প্রাপকদের মধ্যে কেউ পঞ্চম শ্রেণির পড়ুয়া আবার কেউ দশম শ্রেণিতে পড়ে। তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছেন পেশায় সিভিক ভলেন্টিয়ার অমিত কুমার ঘোষ

+
পদক

পদক জয়ীরা

মালদহ: সিভিক ভলেন্টিয়ারের দুর্দান্ত কীর্তি। তাইকোন্ড প্রশিক্ষণ দিয়ে রাজ্যকে এনে দিলেন বিরাট সাফল্য। তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে জাতীয় তাইকোন্ড প্রতিযোগিতায় পদক জিতল মালদহের ১০ খুদে খেলোয়াড়। তাদের মধ্যে ছয় জন সোনা, তিনজন রুপো ও একজন ব্রোঞ্জ পদক পেয়েছে।
পদক প্রাপকদের মধ্যে কেউ পঞ্চম শ্রেণির পড়ুয়া আবার কেউ দশম শ্রেণিতে পড়ে। তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছেন পেশায় সিভিক ভলেন্টিয়ার অমিত কুমার ঘোষ। ইংরেজবাজার থানায় কর্তব্যরত তিনি। কাজের ফাঁকে নিয়মিত সকালে এলাকার খুদেদের প্রশিক্ষণ দেন। কোচ অমিত কুমার ঘোষ বলেন, ডিউটির ফাঁকে যেটুকু সময় পাই এলাকার খুদেদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়ে তাইকোন্ড শেখাই। জাতীয় স্তরে প্রতিযোগিতায় আমার ক্যাম্প থেকে ১০ জন অংশগ্রহণ করেছিল। প্রত্যেকেই সাফল্য পেয়েছে, পদক জিতেছে। আগামীতে আরও ভাল ফলাফল কামনা করছি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
গত ১৬ ও ১৭ মার্চ দুর্গাপুরে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের তাইকোন্ড প্রতিযোগিতা। ওপেন ন্যাশনাল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে মালদহের মাধবনগর তাইকোন্ড ইনস্টিটিউটের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন ক্যাটাগরিতে মালদহের খেলোয়াড়েরা অংশগ্রহণ করে মোট ১০ টি পদক জিতেছে। তাদের মধ্যে সোনা জিতেছে সুইটি সাহা, সোনাশ্রী মণ্ডল, অদৈত পাল, ঋদ্ধিমা দাস, সোনাক্ষি মণ্ডল ও ঋত্বিকা মণ্ডল। রুপো পেয়েছেন রনি দাস, চিন্ময়ী পাল ও রীমিতা পাল। ব্রোঞ্জ জিতেছে সৃষ্টি মহন্ত। সিভিক ভলেন্টিয়ার কোচের এই সাফল্য বেশ সাড়া ফেলেছে জেলায়।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Local Sports: সিভিক ভলেন্টিয়ারের দারুণ কীর্তি! হাত ধরে ১০ পদক এল বাংলায়
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement