East Bardhaman News: লাঠি হাতে থানায় নয়, ঝাঁটা হাতে হাসপাতালে দেখা গেল থানার আইসি কে 

Last Updated:

লাঠি হাতে থানায় নয়, ঝাঁটা হাতে হাসপাতালে দেখা গেল থানার আইসিকে। 

+
ঝাঁটা

ঝাঁটা হাতে আইসি 

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: লাঠি হাতে থানায় নয়, ঝাঁটা হাতে হাসপাতালে দেখা গেল থানার আইসিকে। নিশ্চয় শুনে কিছুটা অবাক হচ্ছেন। তবে অবাক লাগলেও আদতে এটাই সত্যি। রবিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ঝাঁটা হাতে দেখা যায় নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজকে। তবে এই ঝাঁটা হাতে নেওয়ার কারণ জানলে সত্যিই ভাল লাগবে সকলেরই। আসলে এই বিশ্ববন্ধু বরাবরই পরিবেশ নিয়ে সচেতন থাকেন এবং প্রতিনিয়ত বহু মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতনও করেন। বহু বিশিষ্ট গুণীজনদের মতে সমাজকে পরিবর্তন করতে গেলে আগে নিজেকে পরিবর্তন করা প্রয়োজন।
আর ঠিক সেই পথই যেন অবলম্বন করে চলেছেন বিশ্ববন্ধু। নিজেই হাতে তুলে নিয়েছেন ঝাঁটা এবং চেষ্টা করছেন একটা আবর্জনা মুক্ত পরিবেশ সকলকে উপহার দেওয়ার। থানার আইসি বলে তাঁর মধ্যে কোনও গরম বা অহংকার নেই। সত্যিই তিনি যেন বিশ্ববন্ধু। সুস্থ সমাজের জন্য কাজ করে চলেছেন নিঃস্বার্থ ভাবে। আইসি বিশ্ববন্ধু চট্টরাজ বলেন, “আমরা থানা তরফ থেকে এই অভিযান চালিয়ে যাব। এই কাজের মাধ্যমে বার্তা দিতে চাইছি হাসপাতালতাকে পরিষ্কার রাখা এবং পরিষ্কার রাখার জন্য সাধারণ মানুষকেও সচেতন করা। হাসপাতাল সকলের কাছে একটা সম্পদ। এই কাজ রবিবার করছি এবং আগামী দিনেও চালিয়ে যাওয়ার মানসিকতা রয়েছে।”
advertisement
স্বাস্থ্যকর পরিবেশের জন্য ডিউটির বাইরেও পরিশ্রম করেন বিশ্ববন্ধু। তবে এই কাজ তিনি নিজে যেমন করেন সেরকমই তাঁকে সাহায্য করেন থানার স্টাফ এবং কিছু সিভিক ভলেন্টিয়ার। বিশ্ববন্ধুর কথায়, প্রত্যেক রবিবার তাঁরা সকলে মিলে এই ধরনের কাজ করবেন। বিগত বেশ কিছুদিন ধরেই প্রত্যেক রবিবারে চলছে যেন বিশ্ববন্ধুর পরিবেশ অভিযান। তবে, রবিবার অভিযান চালানো ছাড়াও ডিউটি সামলানোর পরেও তিনি চেষ্টা করেন থানা চত্বর পরিষ্কার রাখার। নিজের হাতে ঝাঁটা নিয়ে ঝাঁট দেন থানা এলাকা। ঝাঁট দেওয়ার পরে আবার সেই আবর্জনা নিজেই হাতে করে ফেলে দেন ডাস্টবিনের মধ্যে।
advertisement
advertisement
প্রায় প্রত্যেকদিন নিয়মিত তিনি এই কাজ করেন। থানা চত্বর পরিষ্কার রাখার পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদেরও এই বিষয়ে সচেতন করেন। সচেতনতা বৃদ্ধির জন্য তিনি স্থানীয় এলাকায় সাইন বোর্ডও লাগিয়েছেন। বোর্ডের মধ্যে লেখা রয়েছে সচেতনতা মূলক বার্তা। বিশ্ববন্ধুর কথায়, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগের প্রাদূর্ভাব অনেকটাই কমবে এবং পরিবেশ এবং স্বাস্থ্য দুটোই ভাল থাকবে। আইসি বিশ্ববন্ধুর এই কর্মকাণ্ডে আপ্লুত স্থানীয় এলাকাবাসীরাও। স্থানীয়রাও এখন অনেকটাই সচেতন হয়েছেন। জেলার পরিবেশপ্রেমীরাও আইসির এই প্রচেষ্টাকে স্বাধুবাদ জানিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: লাঠি হাতে থানায় নয়, ঝাঁটা হাতে হাসপাতালে দেখা গেল থানার আইসি কে 
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement