২৮ বছর পর ‘মৃত’ স্বামী ফিরলেন ঘরে...! হয়েছিল পারলৌকিক ক্রিয়াকর্ম, দেখেই তাজ্জব পরিবার, জানা গেল আসল কাহিনি!
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Husband Wife Story: ২৮ বছর পর ‘মৃত’ স্বামী এভাবেই ফিরলেন ঘরে! তাঁকে দেখে হতবাক পরিবার। দু'বছর আগে নিখোঁজ হওয়া স্বামীর শ্রাদ্ধ শান্তির কাজ সেরেছেন পরিবারের লোকজনেরা। ২৮ বছর পর সেই ‘মৃত’ স্বামী জগবন্ধু মণ্ডলই ফিরলেন বাড়ি।
উত্তর ২৪ পরগনা: ২৮ বছর পর ‘মৃত’ স্বামী এভাবেই ফিরলেন ঘরে! তাঁকে দেখে হতবাক পরিবার। দু’বছর আগে নিখোঁজ হওয়া স্বামীর শ্রাদ্ধ শান্তির কাজ সেরেছেন পরিবারের লোকজনেরা। ২৮ বছর পর সেই ‘মৃত’ স্বামী জগবন্ধু মণ্ডলই ফিরলেন বাড়ি।
বনগাঁ মহকুমার বাগদা থানার মেহেরানি কুরুলিয়া এলাকায় এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, ২৮ বছর আগে কর্মসূত্রে গুজরাতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া জগবন্ধু মণ্ডল হঠাৎই ফিরে এসে দাঁড়িয়েছেন নিজের বাড়িতে। যাঁকে এতদিন মৃত মনে করে পারলৌকিক ক্রিয়াকর্ম পর্যন্ত সেরে ফেলেছিল পরিবার, তাঁকে জীবিত দেখে অবাক হয়ে যান সকলেই।
advertisement
advertisement
স্থানীয়দের কথায়, দুই দশকেরও বেশি সময় আগে এলাকার আরও কয়েকজনের সঙ্গে কাজের সন্ধানে গুজরাতে গিয়েছিলেন জগবন্ধু মণ্ডল। তখন বাড়িতে ছিলেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। সহযাত্রীরা ফিরলেও তিনি আর বাড়ি ফেরেননি। শুরু হয় দীর্ঘ প্রতীক্ষা।
advertisement
বহু খোঁজখবর, এমনকি ওঝা-গুনিন-জ্যোতিষীদের কাছেও গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেখান থেকেই জানানো হয় জগবন্ধু হয়ত আর বেঁচে নেই সেই খবর। শেষ পর্যন্ত কুসংস্কারের সম্মুখীন হয়ে তার পরিবার জগবন্ধুর পারলৌকিক ক্রিয়াকর্মও সম্পন্ন করেন। এদিকে, ২৮ বছরের ব্যবধানে বদলে যাওয়া চেনা এলাকা চিনতে না পারায় নিজে বাড়ি খুঁজে পাননি জগবন্ধু মণ্ডল। এলাকাবাসীরাই তাঁকে চিনে বাড়ি পৌঁছে দেন।
advertisement
আচমকা তাঁকে দেখে ভূত দেখার মতো অবস্থা হয় পরিবার পরিজনেদের। প্রতিবেশীরা জানান, তাঁকে ঘিরে এলাকায় গুঞ্জনও ছড়িয়েছে যে, বাঁকুড়া জেলার রায়পুর দুবালিতে নাকি দ্বিতীয়বার বিবাহ করেছিলেন জগবন্ধু মণ্ডল।
advertisement
বাঁকুড়ার ভোটার তালিকায় তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে স্ত্রীর নাম। সুলেখা মণ্ডল তাঁর স্বামীর নামে উল্লেখ রয়েছে জগবন্ধু মণ্ডলের নাম। যদিও তিনি সেই দাবি অস্বীকার করেছেন। বিতর্ক উঠলেও সবচেয়ে বড় বিষয় হল ২৮ বছর পর ‘হারিয়ে যাওয়া’ পরিবারের সদস্যকে জীবিত হিসাবে ফিরে পেয়ে পরিবারে এখন খুশির হাওয়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 17, 2025 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২৮ বছর পর ‘মৃত’ স্বামী ফিরলেন ঘরে...! হয়েছিল পারলৌকিক ক্রিয়াকর্ম, দেখেই তাজ্জব পরিবার, জানা গেল আসল কাহিনি!









