IIT-র ছাত্রের বিরাট চমক...! কথা বলা 'রোবট' থেকে মোবাইল দিয়ে জ্বালানো 'বাল্ব'! ঢিঢি ফেলে দিল আইআইটি পড়ুয়াদের ১০০-র উপর মডেল!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IIT Student Success: চমকে দিলেন আইআইটি দিল্লির পড়ুয়ারা! IIT পড়ুয়ার তৈরি একটি রোবট তাক লাগিয়ে দিয়েছে, যা এই মুহূর্তে গোটা দেশে চর্চার কেন্দ্রে! দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্র এমন একটি কথা বলা রোবট তৈরি করেছেন যা ব্যক্তির একাকীত্ব দূর করতে সক্ষম হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ম্যানুফ্যাকচারিং ইনোভেশন শোতে তৃতীয় পুরস্কার জিতেছে এই গ্যাজেটটি। এটি আদতে একটি মোবাইল ক্যামেরা যা আপনি রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি এটি যে কোনও জায়গায় পাঠাতে পারেন, তা সে আগুন হোক বা জঙ্গিরা যেখানে লুকিয়ে আছে এমন জায়গা, এটি আপনাকে কয়েক মুহূর্তেই ব্যক্তির অবস্থান বলে দিতে পারবে।
advertisement
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-র প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই ম্যানুফ্যাকচারিং ইনোভেশন শোতে বেশ কয়েকটি অনন্য রোবট প্রদর্শন করেছেন, যা তাঁদের গত কয়েক মাসের কঠোর পরিশ্রমের ফসল। রোবটগুলিকে দেখার জন্য ভিড় জমে গিয়েছিল প্রদর্শনীতে। এই শো-তে উপস্থিত সকলেই পড়ুয়াদের দক্ষতা ও ধৈর্য্যের ভূয়সী প্রশংসা করেন।
