কুৎসিত অত্যাচার স্বামী-শাশুড়ি, শ্বশুরের, না জানিয়ে গর্ভপাত করালেন সদ্য বিবাহিতা বউয়ের

Last Updated:

গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্ৰেফতার করে বারাসত আদালতে পাঠাল পুলিশ।

allegation of doing forceful abortion of a pregnant woman- Photo- Representative
allegation of doing forceful abortion of a pregnant woman- Photo- Representative
#বারাসত: গৃহবধূকে জোর করে গর্ভপাত করিয়ে সন্তান নষ্ট করার অভিযোগে পুলিশের হাতে গ্ৰেফতার শাশুড়ি, শ্বশুর ও স্বামী। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্ৰেফতার করে বারাসত আদালতে পাঠাল পুলিশ।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দেগঙ্গার ক্ষুদ্র মন্ডলগাথী এলাকায়। পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম স্বামী আজিজুল মন্ডল, শ্বশুর কাশেম মন্ডল,শাশুড়ি শাকিনা বিবি। বিহারের বাসিন্দা বছর কুড়ির শাইমা বিবির অভিযোগ ছয় মাস আগে তার দেখাশুনো করে বিয়ে হয়।
advertisement
advertisement
বিয়ের পর পাঁচমাসের অন্তস্বত্তাঃ হয়ে পড়লে তার বমি শুরু হয়, শাশুড়ি বমি কমানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে গৃহবধূকে বারাসতের কোনও এক গোপন চিকিৎসালয়ে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাত করিয়ে বাচ্চা নষ্ট করে দেয়৷
advertisement
গৃহবধূ প্রতিবাদ করলে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অভিযুক্তরা,বাইরের লোককে বললে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। গতকাল বাপের বাড়ি থেকে ফিরে দেগঙ্গা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান গৃহবধূ। অভিযোগ পেয়ে পুলিশ তাদেরকে গ্ৰেফতার করে।অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধূ ও প্রতিবেশীরা।পুলিশ চিকিৎসা কেন্দ্রের খোঁজে তদন্ত শুরু করেছে।
Jiaul Alam
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কুৎসিত অত্যাচার স্বামী-শাশুড়ি, শ্বশুরের, না জানিয়ে গর্ভপাত করালেন সদ্য বিবাহিতা বউয়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement