ডিভোর্সও নাকি গিমিক! বিয়ে ভাঙার গুজবের মধ্যে একসঙ্গে নতুন শো করবেন সানিয়া-শোয়েব!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
‘‘যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো ’’ নাকি সানিয়ারই হাতে, শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার নতুন শো -র পোস্টার সামনে আসতেই উত্তাল নেটিজেনরা৷
advertisement
advertisement
Urduflixofficial নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সানিয়া -শোয়েবের নতুন শো-র পোস্টার শেয়ার করা হয়েছে৷ গত সপ্তাহে গুজব ছিল যে দুজনের বিচ্ছেদ এবার বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছে। যদিও সানিয়া এবং শোয়েব এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন৷ এবার ফ্যানরা ভাবছেন যে প্রতিবেদনগুলি মিথ্যা ছিল নাকি এটি একটি প্রচার স্টান্ট ছিল।
advertisement
advertisement
advertisement