ডিভোর্সও নাকি গিমিক! বিয়ে ভাঙার গুজবের মধ্যে একসঙ্গে নতুন শো করবেন সানিয়া-শোয়েব!

Last Updated:
‘‘যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো ’’ নাকি সানিয়ারই হাতে, শোয়েব মালিকের সঙ্গে সানিয়ার নতুন শো -র পোস্টার সামনে আসতেই উত্তাল নেটিজেনরা৷
1/6
#দুবাই:  ডিভোর্স, সানিয়া- শোয়েবের সম্পর্কে দ্বিতীয় নারী , বনছে না নাকি তারকা দম্পতির, গত এক সপ্তাহে সানিয়া-শোয়েবকে নিয়ে নিন্দুকরা কোনও গুঞ্জনকেই খবরের শিরোনামে ফিরিয়ে আনার অবকাশ রাখেননি৷ যাই আলোচনা হয়েছে তারই প্রত্যক্ষ প্রমাণ জোগাড় করে বিয়েটা পারলে ভেঙেই দিয়েছে৷
#দুবাই:  ডিভোর্স, সানিয়া- শোয়েবের সম্পর্কে দ্বিতীয় নারী , বনছে না নাকি তারকা দম্পতির, গত এক সপ্তাহে সানিয়া-শোয়েবকে নিয়ে নিন্দুকরা কোনও গুঞ্জনকেই খবরের শিরোনামে ফিরিয়ে আনার অবকাশ রাখেননি৷ যাই আলোচনা হয়েছে তারই প্রত্যক্ষ প্রমাণ জোগাড় করে বিয়েটা পারলে ভেঙেই দিয়েছে৷
advertisement
2/6
কিন্তু এর মধ্যেই কাহানি মে ট্যুইস্ট৷ আর সে যে সে কোনও ট্যুইস্ট নয় একেবারে জব্বর বোমা৷  ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা এবং তার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক একটি নতুন রিয়েলিটি শোতে একসঙ্গে হাজির হতে চলেছেন।
কিন্তু এর মধ্যেই কাহানি মে ট্যুইস্ট৷ আর সে যে সে কোনও ট্যুইস্ট নয় একেবারে জব্বর বোমা৷  ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা এবং তার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক একটি নতুন রিয়েলিটি শোতে একসঙ্গে হাজির হতে চলেছেন।
advertisement
3/6
Urduflixofficial নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সানিয়া -শোয়েবের নতুন শো-র পোস্টার শেয়ার করা হয়েছে৷  গত সপ্তাহে গুজব ছিল যে দুজনের বিচ্ছেদ এবার  বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছে। যদিও সানিয়া এবং শোয়েব এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন৷ এবার ফ্যানরা  ভাবছেন যে প্রতিবেদনগুলি মিথ্যা ছিল নাকি এটি একটি প্রচার স্টান্ট ছিল।
Urduflixofficial নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সানিয়া -শোয়েবের নতুন শো-র পোস্টার শেয়ার করা হয়েছে৷  গত সপ্তাহে গুজব ছিল যে দুজনের বিচ্ছেদ এবার  বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছে। যদিও সানিয়া এবং শোয়েব এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন৷ এবার ফ্যানরা  ভাবছেন যে প্রতিবেদনগুলি মিথ্যা ছিল নাকি এটি একটি প্রচার স্টান্ট ছিল।
advertisement
4/6
শনিবার রাতে, ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্স ইনস্টাগ্রামে ঘোষণা করেছে যে সানিয়া এবং শোয়েব মালিককে মির্জা মালিক শোতে একসঙ্গে দেখা যাবে। তারকা দম্পতিকে সামনে রেখে অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করে, পোস্টটিতে লেখা হয়েছে, "মির্জা মালিক শো খুব শীঘ্রই শুধুমাত্র উর্দুফ্লিক্সে।"
শনিবার রাতে, ওটিটি প্ল্যাটফর্ম উর্দুফ্লিক্স ইনস্টাগ্রামে ঘোষণা করেছে যে সানিয়া এবং শোয়েব মালিককে মির্জা মালিক শোতে একসঙ্গে দেখা যাবে। তারকা দম্পতিকে সামনে রেখে অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করে, পোস্টটিতে লেখা হয়েছে, "মির্জা মালিক শো খুব শীঘ্রই শুধুমাত্র উর্দুফ্লিক্সে।"
advertisement
5/6
পোস্টারে দেখা যাচ্ছে সানিয়া ও শোয়েব তার কাঁধে হাত রেখে সবুজ দেয়ালের সামনে দাঁড়িয়ে আছেন। একটি জানালা ব্যাকগ্রাউন্ডে বুর্জ খলিফা দেখায়। সানিয়া-শোয়েব যখনই একসঙ্গে সময় কাটান তখনই তাঁরা দুবাইতে থাকেন৷
পোস্টারে দেখা যাচ্ছে সানিয়া ও শোয়েব তার কাঁধে হাত রেখে সবুজ দেয়ালের সামনে দাঁড়িয়ে আছেন। একটি জানালা ব্যাকগ্রাউন্ডে বুর্জ খলিফা দেখায়। সানিয়া-শোয়েব যখনই একসঙ্গে সময় কাটান তখনই তাঁরা দুবাইতে থাকেন৷
advertisement
6/6
বহু ফ্যান এই পোস্টার দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন৷ তাঁরা জানিয়েছেন সানিয়া মির্জা -শোয়েব মালিকের জুটি তাঁদের দারুণ লাগে৷ তাই জুটি যেন সব সময়েই এরকম থাকে৷ তবে কেউ আবার সন্দেহও প্রকাশ করেছেন আবার এটা পুরো হবে তো৷ বিয়েটা ভেঙে যাওয়ায় শো বন্ধ হয়ে যাবে না তো৷
বহু ফ্যান এই পোস্টার দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন৷ তাঁরা জানিয়েছেন সানিয়া মির্জা -শোয়েব মালিকের জুটি তাঁদের দারুণ লাগে৷ তাই জুটি যেন সব সময়েই এরকম থাকে৷ তবে কেউ আবার সন্দেহও প্রকাশ করেছেন আবার এটা পুরো হবে তো৷ বিয়েটা ভেঙে যাওয়ায় শো বন্ধ হয়ে যাবে না তো৷
advertisement
advertisement
advertisement