স্বামী নেই, জীবনযুদ্ধে হার মানেননি স্ত্রী! বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে কোলে বেঁঁধে চালাচ্ছেন টোটো

Last Updated:

এই যেন এক অন্য দুর্গা, শিশুকে কোলে নিয়ে চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। কোলে শক্ত করে বাঁধা শিশু আর তাকে নিয়েই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এক মা। নিজেই যেন হয়ে উঠেছেন দশভুজা।

+
মায়ের

মায়ের ছবি

ভাতার, সায়নী সরকার: এই যেন এক অন্য দুর্গা, শিশুকে কোলে নিয়ে চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। কোলে শক্ত করে বাঁধা শিশু আর তাকে নিয়েই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এক মা। নিজেই যেন হয়ে উঠেছেন দশভুজা। ধরেছেন সংসারের হাল। স্বামী মারা গেছেন প্রায় দেড় বছর আগে। স্বামী মারা যাওয়ার পর থেকে বাপের বাড়িতে থাকতেন তিনি কিন্তু হঠাৎ মারা যান বাবাও। বর্তমানে বাড়িতে রয়েছেন শয্যাশায়ী মা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাই সংসারের হাল ধরতে বাবার টোটো নিয়ে নতুন করে পথচলা শুরু করেছেন সুস্মিতা।
advertisement
রোদ কিংবা বৃষ্টি, পথেই মায়ের সঙ্গে দিন কাটে ছোট্ট শিশুর, শিশুকে নিজের বুকে আগলে রেখে, লক্ষ্যে অবিচল পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা সুস্মিতা। এই দৃশ্য যেকোনো মানুষের মনকে নাড়া দিতে পারে। বছর দেড়েক আগে মারা গিয়েছেন তার স্বামী। মাস দুয়েক আগে মারা গেলেন বাবাও। এই মুহূর্তে বাড়িতে রয়েছেন অসুস্থ মা আর বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান।
advertisement
advertisement
সংসারের হাল ধরতে সুস্মিতার একমাত্র সম্বল এই টোটো। তাই রোজগারের তাগিদে সন্তানকে বুকে বেঁধে, বাবার রেখে যাওয়া টোটো নিয়েই বেরিয়ে পড়েছেন ভাতারের বাসিন্দা সুস্মিতা রোম। প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছে সে। সুস্মিতা বলেন, মহিলা টোটো চালক দেখে যাত্রীরাও প্রথমদিকে টোটোতে উঠতে ইতস্তত করেছেন। কিন্তু সবার সামনে দিয়েই দৃঢ় হাতে টোটো চালিয়ে গিয়েছেন সুস্মিতা। তার মা অসুস্থ হওয়ায় ছেলেকে বাড়িতে রেখে আসতে পারে না। তাই বাধ্য হয়ে ছেলেকে বুকে বেঁধে টোটো চালাতে হয়।
advertisement
আর সুস্মিতার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী থেকে তার সহকর্মীরাও। তারাও চান সুস্মিতা যেন জীবনযুদ্ধকে জয় করে এইভাবেই এগিয়ে চলে। সুস্মিতার এই লড়াই শুধু ভাতারের মানুষের কাছেই নয়, সারা রাজ্যের মানুষের কাছে এক অনুপ্রেরণা। দশ হাত না থাকলেও হয়তো এভাবেই এক নারী হয়ে ওঠেন দশভূজা। সংসারকে আঁকড়ে ধরে, জয় করেন সমস্ত প্রতিকূলতাকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামী নেই, জীবনযুদ্ধে হার মানেননি স্ত্রী! বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে কোলে বেঁঁধে চালাচ্ছেন টোটো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement