স্বামী নেই, জীবনযুদ্ধে হার মানেননি স্ত্রী! বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে কোলে বেঁঁধে চালাচ্ছেন টোটো
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sayani Sarkar
Last Updated:
এই যেন এক অন্য দুর্গা, শিশুকে কোলে নিয়ে চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। কোলে শক্ত করে বাঁধা শিশু আর তাকে নিয়েই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এক মা। নিজেই যেন হয়ে উঠেছেন দশভুজা।
ভাতার, সায়নী সরকার: এই যেন এক অন্য দুর্গা, শিশুকে কোলে নিয়ে চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। কোলে শক্ত করে বাঁধা শিশু আর তাকে নিয়েই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এক মা। নিজেই যেন হয়ে উঠেছেন দশভুজা। ধরেছেন সংসারের হাল। স্বামী মারা গেছেন প্রায় দেড় বছর আগে। স্বামী মারা যাওয়ার পর থেকে বাপের বাড়িতে থাকতেন তিনি কিন্তু হঠাৎ মারা যান বাবাও। বর্তমানে বাড়িতে রয়েছেন শয্যাশায়ী মা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাই সংসারের হাল ধরতে বাবার টোটো নিয়ে নতুন করে পথচলা শুরু করেছেন সুস্মিতা।
advertisement
রোদ কিংবা বৃষ্টি, পথেই মায়ের সঙ্গে দিন কাটে ছোট্ট শিশুর, শিশুকে নিজের বুকে আগলে রেখে, লক্ষ্যে অবিচল পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা সুস্মিতা। এই দৃশ্য যেকোনো মানুষের মনকে নাড়া দিতে পারে। বছর দেড়েক আগে মারা গিয়েছেন তার স্বামী। মাস দুয়েক আগে মারা গেলেন বাবাও। এই মুহূর্তে বাড়িতে রয়েছেন অসুস্থ মা আর বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান।
advertisement
advertisement
সংসারের হাল ধরতে সুস্মিতার একমাত্র সম্বল এই টোটো। তাই রোজগারের তাগিদে সন্তানকে বুকে বেঁধে, বাবার রেখে যাওয়া টোটো নিয়েই বেরিয়ে পড়েছেন ভাতারের বাসিন্দা সুস্মিতা রোম। প্রতিকূলতাকে জয় করে এগিয়ে চলেছে সে। সুস্মিতা বলেন, মহিলা টোটো চালক দেখে যাত্রীরাও প্রথমদিকে টোটোতে উঠতে ইতস্তত করেছেন। কিন্তু সবার সামনে দিয়েই দৃঢ় হাতে টোটো চালিয়ে গিয়েছেন সুস্মিতা। তার মা অসুস্থ হওয়ায় ছেলেকে বাড়িতে রেখে আসতে পারে না। তাই বাধ্য হয়ে ছেলেকে বুকে বেঁধে টোটো চালাতে হয়।
advertisement
আর সুস্মিতার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী থেকে তার সহকর্মীরাও। তারাও চান সুস্মিতা যেন জীবনযুদ্ধকে জয় করে এইভাবেই এগিয়ে চলে। সুস্মিতার এই লড়াই শুধু ভাতারের মানুষের কাছেই নয়, সারা রাজ্যের মানুষের কাছে এক অনুপ্রেরণা। দশ হাত না থাকলেও হয়তো এভাবেই এক নারী হয়ে ওঠেন দশভূজা। সংসারকে আঁকড়ে ধরে, জয় করেন সমস্ত প্রতিকূলতাকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 4:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামী নেই, জীবনযুদ্ধে হার মানেননি স্ত্রী! বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে কোলে বেঁঁধে চালাচ্ছেন টোটো