West Bengal news: বারুইপুরে সুপারি বাগান থেকে উদ্ধার মানুষের মাথার খুলি-সহ হাড়গোড়, দেখেই আতঙ্কে ঘুম উড়ল সকলের

Last Updated:

West Bengal news: সুপারি বাগানের ভিতর থেকে পাওয়া গেল মানুষের মাথার খুলি সহ হাড়গোড়। সকালে ঘটনাটি ঘটে বারুইপুরের রামনগর ২ ও ধপধপি ১ নম্বর পঞ্চায়েতের সীমান্ত চোঙ্গ এলাকায়।এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

উদ্ধার মাথার খুলি
উদ্ধার মাথার খুলি
বারুইপুর, সুমন সাহা: সুপারি বাগানের ভিতর থেকে পাওয়া গেল মানুষের মাথার খুলি সহ হাড়গোড়। সকালে ঘটনাটি ঘটে বারুইপুরের রামনগর ২ ও ধপধপি ১ নম্বর পঞ্চায়েতের সীমান্ত চোঙ্গ এলাকায়।এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মাথার খুলির পাশেই একটি গাছে গামছা ঝুলতে দেখা যায়।
পুলিশ বাজেয়াপ্ত করেছে। কার গামছা কী ভাবে বাগানে এল সেই নিয়ে রহস্য দেখা দিয়েছে। তবে কী কোনোও ব্যাক্তি বাগানে অনেক দিন আগে আত্মহত্যা করেছেন সেই প্রশ্ন উঠেছে। পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছে। এদিন, এলাকার বাসিন্দারা মাথার খুলি পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এলাকায় এসে তা উদ্ধার করেছে। ওই খুলি সহ হাড়গোড় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।  পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কোনোও পুরুষের মাথার খুলি। কার মাথার খুলি বাগানে কীভাবে এল তা পুলিশ তদন্ত করছে।
advertisement
advertisement
পাশাপাশি এই বিষয়ে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকার বাসিন্দারা বলেন, নির্জন এলাকায় এই বাগান। কেউ তেমন আসেও না। এখানে কী করে মাথার খুলি আবার গামছা পাওয়া গেল তা নিয়েই আমরাই অন্ধকারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: বারুইপুরে সুপারি বাগান থেকে উদ্ধার মানুষের মাথার খুলি-সহ হাড়গোড়, দেখেই আতঙ্কে ঘুম উড়ল সকলের
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement