Rajasthani Papad: মোমো-ফুচকা ছেড়ে রাজস্থানী সেঁকা পাঁপড়ের স্বাদে মজেছে বাঙালি!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
যে বাঙালি মাছ-মাংসে বুঁদ হয়ে থাকে সে বিশেষ ধরনের পাঁপড়ের স্বাদে মজেছে এটা ভাবতেই কেমন লাগছে না? আসলে মরু রাজ্যের বিকানিরের ওই বিশেষ মশলা দেওয়া সেঁকা পাঁপড় খেলে আপনিও বোল্ড আউট হয়ে যাবেন
উত্তর ২৪ পরগনা: শীতকাল মানেই খাদ্যরসিক বাঙালির পোয়া বারো। পৌষ পার্বণে রকমারি পিঠে, বড়দিনের কেক তো আছেই। পাশাপাশি শীতের সন্ধেয় গরম গরম মোমো, কাবাব, নিহারী ইত্যাদি মিলিয়ে বাঙালির বড়ই আনন্দের সময়। এই শীতকালেই জেলায় জেলায় বসে হরেক মেলার আসর। আর সেই সব মেলায় ফুচকা, রোল, পাপড়ি চাট, গরম গরম তেলেভাজা ইত্যাদিতে মুখরোচক খাবারের আকর্ষণে আট থেকে আশি বাঙালি দল বেঁধে ছুটে যায় এই সব মেলায়। তবে এবারের শীতে বাঙালির পছন্দের মুখরোচক খাবারের তালিকায় এক বড় বদল এসেছে। পুরনো মুখরোচক খাবারের বদলে তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়ে নিয়েছে রাজস্থানী মুখোরোচক পাঁপড়!
যে বাঙালি মাছ-মাংসে বুঁদ হয়ে থাকে সে বিশেষ ধরনের পাঁপড়ের স্বাদে মজেছে এটা ভাবতেই কেমন লাগছে না? আসলে মরু রাজ্যের বিকানিরের ওই বিশেষ মশলা দেওয়া সেঁকা পাঁপড় খেলে আপনিও বোল্ড আউট হয়ে যাবেন। হাড় কাঁপানো শীতের সন্ধেয় গরম গরম রাজস্থানী সেঁকা পাঁপড় আহা, অতীব সুস্বাদু।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে এই শীত উপলক্ষে হরেক রকম মেলা চলছে। সেই সকল মেলায় পুরনো খাবারদাবারের দোকানগুলো আগের মতই বসেছে। তবে সবচেয়ে হিট রাজস্থানের বিকানিরের বিশেষ মশলা দেওয়া সেঁকা পাপড়। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, বিকানির থেকে অর্ডার দিয়ে এই বিশেষ মশলা পাঁপড় নিয়ে এসেছেন। আর তা কিনেই জেলার নানা প্রান্তের মেলায় সেঁকে বিক্রি করছেন। ১০ টাকা করে দাম এই এক একটি সেঁকা পাঁপড়ের। এই পাঁপড়ে গোলমরিচ থাকায় পেটের সমস্যারও কোনও সম্ভাবনাও নেই বলে দাবি বিক্রেতাদের।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 1:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rajasthani Papad: মোমো-ফুচকা ছেড়ে রাজস্থানী সেঁকা পাঁপড়ের স্বাদে মজেছে বাঙালি!