North 24 Parganas News: দমদম ক্যান্টনমেন্ট মানেই এখন যন্ত্রণা! ট্রেন ধরতে কালঘাম ছুটছে যাত্রীদের, সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি

Last Updated:

রেলপথ ব্যবহার করে যাতায়াতে সমস্যা দমদম ক্যান্টনমেন্ট এলাকার যাত্রীদের

+
দমদম

দমদম ক্যান্টনমেন্ট স্টেশন

উত্তর ২৪ পরগনা: শিয়ালদহ বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন এই স্টেশন ব্যবহার করেই। ব্যস্ত সময়ে টিকিট কাউন্টারে পড়ে যায় লম্বা লাইন। অপরদিকে, মেট্রো রেলের কাজ চলায় স্টেশনের পাশেই গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হয়েছে বেশ কিছুটা জায়গা। ফলে দীর্ঘ পথ রেললাইন ধরে এসে তবে অপর প্রান্তের লোকেদের এক নম্বর প্লাটফর্মে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। নেই কোন সাবওয়ের ব্যবস্থা। রেলের যে ওভার ব্রিজটি রয়েছে তারও বেহাল অবস্থা। একসঙ্গে দুটি প্ল্যাটফর্মে ট্রেন আসলে যাত্রীদের ভিড় সামাল দিতে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় ওভারব্রিজে।
এখানেই শেষ নয়, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন ফ্লাইওভারটিরও বেহাল দশা বলেই দাবি সাধারণ যাত্রীদের। ট্রেন যাতায়াতের সময় রীতিমতো কম্পন অনুভূত হয় বলেও জানাচ্ছেন অনেকে। এই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরেই দমদম ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দাদের দাবি ছিল দু’নম্বর প্লাটফর্ম সংলগ্ন টিকিট কাউন্টার, যাতায়াতের সুবিধার জন্য ও দুর্ঘটনায় এড়াতে সাবওয়ে এবং ওভারব্রিজ সংস্কার। দীর্ঘদিন ধরে সাংসদ থেকে রেলের উচ্চপদস্থ কর্তাদের জানিয়েও কোনও ফল না মেলায়, বাধ্য হয়েই আন্দোলনের পথে নামলেন এলাকার সাধারণ মানুষসহ নিত্যযাত্রীরা। বিষয়টির গুরুত্ব বোঝাতে রেল অবরোধের পথেও হাঁটেন তারা। দীর্ঘদিন ধরে এই বিষয়গুলিকে সামনে রেখে দাবি জানানো হলেও সমস্যার সমাধানে কোনরকম সদিচ্ছা দেখা যায়নি রেলের তরফে বলেই অভিযোগ। ফলে রেলপথ ব্যবহার করে যাতায়াত করা কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত করছেন সমস্যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামীদিনে মেট্রো চালু হলে যাত্রীদের সংখ্যা আরও বহু গুণ বাড়বে। সেক্ষেত্রে পরিকাঠামোগত উন্নতি না হলে রেলপথ ব্যবহার করে যাতায়াত প্রায় দুর্বিষহ হয়ে উঠবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন ক্যান্টনমেন্ট এলাকার যাত্রীরা। অবিলম্বে এই দাবি পূরণ না হলে, আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এখন দেখার মানুষের সুবিধায় রেল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন অতিরিক্ত টিকিট কাউন্টার, ওভারব্রিজ সহ সংস্কারের কাজ কতদিনে শুরু করে।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: দমদম ক্যান্টনমেন্ট মানেই এখন যন্ত্রণা! ট্রেন ধরতে কালঘাম ছুটছে যাত্রীদের, সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement