Huge Money: বিশাল টাকা হবে খুব তাড়াতাড়ি, ইনভেস্ট করুন এই স্কিমে, জমানো পুঁজি বিনিয়োগ করার পর...
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Crime News: বেশি টাকা রোজগারের হাতছানি, অনলাইন প্রতারণার শিকার তরুণী
দক্ষিণ ২৪ পরগনা: বেশি টাকা রোজগারের আশায় অনলাইন প্রতারণার শিকার হলেন ক্যানিংয়ের এক তরুণী। ৮৮ হাজার টাকা খুইয়ে ক্যানিংয়ের কালীমন্দির এলাকার বাসিন্দা মামণি সরকার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে।
অভিযোগে তরুণী জানান, হঠাৎই সমাজমাধ্যমে একটি লিঙ্ক আসে তাঁর কাছে। সেখানে টাকা বিনিয়োগ করলে সুদ সহ তৎক্ষণাৎ টাকা মিলবে বলে জানানো হয়। সদ্য স্নাতক ওই তরুণী স্নাতকোত্তরের একটি কোর্সে ভর্তি হয়েছেন। গৃহশিক্ষকতা করেই উপার্জন করতেন তিনি।
advertisement
advertisement
মামণি জানান, জমানো টাকা থেকেই প্রথমে অল্প অল্প করে টাকা বিনিয়োগ করেন তিনি। প্রতিশ্রুতি মতো টাকা পেতেও থাকেন। এর পরেই মোটা টাকা বিনিয়োগ করেই প্রতারকদের ফাঁদে পড়ে যান মামণি।
ওই তরুণী জানান তিনি মোটা টাকা বিনিয়োগ করার পর তা ফেরত না দিয়ে আরও টাকা চাওয়া হয়। মামণির কথায়, ফর্ম ফিলাপ ভুল রয়েছে বলে টাকা ফেরত দেওয়া হচ্ছে না বলে জানানো হয়। নতুন করে ৫৫ হাজার টাকা বিনিয়োগ করলে সব টাকা এক সঙ্গে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। তবে ততক্ষণে মামণি বুঝে যান তিনি প্রতারিত হয়েছেন। ক্যানিং থানার পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
Suman Saha
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2025 8:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Huge Money: বিশাল টাকা হবে খুব তাড়াতাড়ি, ইনভেস্ট করুন এই স্কিমে, জমানো পুঁজি বিনিয়োগ করার পর...