Howrah School: এ কী অবস্থা স্কুলের...! লাটে উঠেছে পড়াশুনা, বছর বছর একই জ্বালায় বিরক্ত সবাই

Last Updated:

Howrah School: বহু রাস্তায় জমেছে বৃষ্টির জল, যা উপচে ঢুকে পড়েছে অনেক বাড়ির ভেতরেও। জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে এই বৃষ্টিতে। এই বৃষ্টির প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানেও।

+
বৃষ্টির

বৃষ্টির জল থৈ থৈ করছে শিক্ষা প্রতিষ্ঠান সমস্যায় পড়ুয়া

হাওড়া: অতি বৃষ্টির প্রভাব স্কুল পঠন-পাঠনে! নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হাওড়ার জেলা জুড়ে। বহু রাস্তায় জমেছে বৃষ্টির জল, যা উপচে ঢুকে পড়েছে অনেক বাড়ির ভেতরেও। জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে এই বৃষ্টিতে। এই বৃষ্টির প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানেও। হাওড়ার বাঁকড়া দারুল কুরআন হাই মাদ্রাসা অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়। তার ফলেই ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ছুট হওয়ার প্রবণতা বাড়ে। বিদ্যালয়ের ভিতর ও সামনে প্রায় হাঁটু সমান জল জমায় সমস্যায় কয়েকশো স্কুল পড়ুয়া। এই বর্ষায় বিদ্যালয় প্রাঙ্গণে জল জমলে লাটে ওঠে পঠন-পাঠন।
একটু বৃষ্টিপাতের কারণে হাওড়ার বাঁকড়া দারুল কুরআন হাই মাদ্রাসা স্কুল প্রাঙ্গণে জল জমে যাওয়ায় পঠন-পাঠনে সমস্যা হচ্ছে। ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ায় দারুণ অসুবিধা। ঝুঁকি নিয়ে অনেকেই স্কুলে পৌঁছেছেন, বৃষ্টি হলে অনেকেই স্কুলছুট। জমা জলে স্কুল চত্বরে নোংরা আবর্জনা ভাসছে, তাতে শরীর অসুস্থ হবার আশঙ্কাও বাড়ছে ছাত্র ছাত্রীদের। বৃষ্টির জল জমে গিয়ে আলাদা করে নর্দমা এবং রাস্তা চেনার উপায় নেই।
advertisement
advertisement
অভিভাবকদের অভিযোগ, এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে বার বার জানিয়েও সমস্যার কোনও সমাধান হয়নি। এক অভিভাবকের কথায়, জল জমে স্কুলের অবস্থা খারাপ। নোংরা জল কোন ভরসায় ছেলেমেয়েদের পাঠাব। জল নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই দেখা যায় জলাবদ্ধতা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু জল জমাই নয়, পড়ুয়াদের পঠন-পাঠনও উপযুক্ত নয় এই মাদ্রাসায় বলে অভিযোগ করেন এক অভিভাবক। প্রতি বছর বৃষ্টির মরশুমে এমন দুরবস্থা হয়। তারা বলেন, শিক্ষার্থীদের এই কষ্ট আর সহ্য হচ্ছে না। দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বৃষ্টির জমা জল জমে মাদ্রাসার শ্রেণীকক্ষ একমাত্র যাতায়াতের রাস্তা ও খেলার মাঠ হাঁটু সমান জলের নিচে তলিয়ে যায়। এতে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক, কর্মচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভাগে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah School: এ কী অবস্থা স্কুলের...! লাটে উঠেছে পড়াশুনা, বছর বছর একই জ্বালায় বিরক্ত সবাই
Next Article
advertisement
Ghatshila By Election Result: বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মিটিয়ে নিল হেমন্ত সোরেনের দল
বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মেটাল হেমন্ত সোরেনের দল
  • ঘাটশিলা উপনির্বাচনে জেএমএম-এর জয়৷

  • বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জেএমএম প্রার্থী৷

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলেকে হারিয়ে জেএমএম-এর জয়৷

VIEW MORE
advertisement
advertisement