Howrah News: হাওড়া জেলার মানুষক সতর্ক করতে ডিজিটাল অ্যারেস্ট বিষয়ে জানালেন নগরপাল!
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
বর্তমান সময়ে ডিজিটাল অ্যারেস্ট প্রতারকদের একটি ফাঁদ। পুলিশ সেজে প্রতারকেরা ফাঁদ পেতে রয়েছে মানুষের টাকা হাতিয়ে নিতে, ডিজিটাল অ্যারেস্ট বিষয়ে বিস্তারিত জানালেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী
হাওড়া: ডিজিটাল অ্যারেস্ট! বর্তমান সময়ে সাইবার ক্রাইম এর মত সমস্যা দারুন ভাবে বিপাকে ফেলছে মানুষকে। ডিজিটাল অ্যারেস্ট এর ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছে মানুষ। বর্তমান সময়ে শরীরের উপস্থিত থেকে চুরি ছিনতাইয়ের মত অপরাধমূলক ঘটনা কম হলেও দারুন ভাবে মাথা চারা দিয়েছে সাইবার ক্রাইম।
বিভিন্ন ভাবে ফোন কল, নানা সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে গোপন তথ্য সংগ্রহ এবং ব্যাঙ্ক ওটিপি হাতিয়ে টাকা লুট করার ঘটনা খুব সাধারন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফোন কল ও ভিডিও কলের মাধ্যমে প্রতারকদের সূক্ষ্ম কৌশলে মানুষকে মানসিকভাবে বিধ্বস্ত করে টাকা হাতিয়ে নেওয়ার সু-কৌশল হল ডিজিটাল অ্যারেস্ট। হাওড়া জেলার মানুষকে ডিজিটাল অ্যারেস্ট বিষয়ে সতর্ক করলেনহাওড়া নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী।
advertisement
advertisement
ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পা দিয়ে এক মুহূর্তে মানুষ নিঃস্ব হতে পারে। হঠাৎ মোবাইলের রিং বেজে উঠল, কল রিসিভ করলেই অপরপ্রান্ত থেকে ভিডিও কলে এক পুলিশ অফিসার। দেখে বোঝার উপায় নেই, এই পুলিশ আসলে প্রতারক। সত্যিকারের পুলিশ সেজে প্রথমে আপনাকে বিভিন্ন আইনি জটিলতার ভয় দেখানো হতে পারে।
advertisement
এরপর সেই সমস্যা থেকে মুক্তি পেতে মোটা টাকার দাবি করে বসে। অনেকে ভয় পেয়ে সেই টাকা প্রতারকদের কাছে পাঠিয়ে দিয়ে প্রতারিত হয়। আসলে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনও কিচ্ছু নেই। বলেই জানাচ্ছেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী।
advertisement
এ প্রসঙ্গে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানান, ‘‘কোনও ব্যক্তির বিরুদ্ধে আইনি অভিযোগ বা অ্যারেস্ট ওয়ারেন্ট থাকলে পুলিশ ব্যাক্তির কাছে পৌঁছে গ্রেফতার বা অ্যারেস্ট করবে। ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছাড়া বা কাগজ ছাড়া ডিজিটাল অ্যারেস্ট বলে কোনও কিছু হয়না। কোনও ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে পুলিশ ব্যক্তির কাছে পৌঁছে গ্রেফতার বা অ্যারেস্টের মত পদক্ষেপ নেয়।’’ তিনি আরও জানান, এ বিষয়ে মানুষকে সতর্ক করতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে প্রতিমাসে একটি করে সতর্কমূলক ভিডিও আপলোড করা হয় হাওড়া সিটি পুলিশ ফেসবুক প্রোফাইলে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 12:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়া জেলার মানুষক সতর্ক করতে ডিজিটাল অ্যারেস্ট বিষয়ে জানালেন নগরপাল!









