Howrah News: দুয়ারে সরকার শিবিরে উলট পুরাণ হাওড়ায়, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিলেন মহিলারা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
দুয়ারের সরকার শিবিরে অন্য ছবি হাওড়ায়, লক্ষীর ভাণ্ডারে টাকা জমা করছে মহিলারা, কারণ জানলে অবাক হবেন
হাওড়া: দুয়ারে সরকার শিবিরে এ যেন উলটপুরাণ হাওড়ায়! এক জোটে মহিলারা করলেন অবাক করা কাজ। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছেন। এই সমস্ত প্রকল্পের সুবিধায় উপকৃত রাজ্যের অসংখ্য মানুষ । ২০১১ সালে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যুগান্তকারী প্রকল্পের সূচনা করেছেন। শিশু থেকে বৃদ্ধ, পুরুষ থেকে মহিলা, সকলেই নানা প্রকল্পের আওতায়। এই প্রকল্পগুলির মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য হল লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার দারুনভাবে সারা ফেলেছে সারা বাংলা তথা দেশজুড়ে।
প্রকল্প আরও সহজে মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকার শিবির। গত কয়েক বছরে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলা জুড়ে। যেখানে সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানুষ। সাধারণত, এই দুয়ারে সরকার শিবিরগুলিতে বিভিন্ন পরিষেবা পেতে ফর্ম জমা বা আবেদন করতে আসেন মানুষ। তবে গ্রামীণ হাওড়ার আমতা- ২ ব্লকের তাজপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অন্য ছবি। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া এবং প্রকল্পের আবেদন করতে আসা মহিলারা দুয়ারে সরকার শিবিরে সাজিয়ে রাখা লক্ষ্মীর ভাণ্ডারে স্ব- ইচ্ছায় কিছু টাকা জমা করলেন। তাঁরা চান, পঞ্চায়েতের আরও উন্নয়নমূলক কাজ হোক। সেই উদ্দেশ্য নিয়ে নিজেরাই অনুদান ভরে দিলেন লক্ষ্মীর ভাণ্ডারে।
advertisement
তাজপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান গোলাম খাঁ জানান, মানবিক মুখ্যমন্ত্রীর মহিলাদের জন্য প্রকল্পগুলি খুব গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছে মহিলারা। মহিলারা খুশি হয়ে অল্প অল্প অনুদান তুলে দিচ্ছেন উন্নয়নের জন্য। এই টাকা অল্প হলেও আমরা উন্নয়নমূলক কাজে লাগাব।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 7:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: দুয়ারে সরকার শিবিরে উলট পুরাণ হাওড়ায়, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিলেন মহিলারা