Howrah News: সন্ধ্যা নামলেই হাওড়ার এই দোকানে থিকথিক করে মানুষ, আপনিও ঢুঁ মেরে দেখুন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়া রামকৃষ্ণপুর ঘাটের দোকানে উপচে পড়া ভিড়
হাওড়া: সন্ধ্যা নামলেই গঙ্গা পাড়ে কেশরিয়া চায়ে চুমুক দিতে নামে মানুষের ঢল! গরম চায়ের কাপে চুমুক না দিয়ে অধিকাংশ মানুষের দিন শুরুই হয় না। চা মানে আবেগ, চা মানে নস্টালজিয়া। রাস্তাঘাটে, যত্রতত্র চায়ের দোকান। বাজার করার ফাঁকে হোক কী অফিসের ব্রেক-এ চায়ে চুমুক দেওয়া মাস্ট।
যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে চায়ের স্বাদের। এক সময়ের চায়ের দোকান বলতে মানুষ বুঝতেন দুধ বা লিকার চা, সঙ্গে বিস্কুট। কিন্ত বর্তমানে চায়ের দোকান মানে চায়ের সঙ্গে হরেক কিসিমের স্ন্যাক। সে-সব দোকানে মানুষের ভিড়ও উপচে পড়ে। ইদানীং বিপুল জনপ্রিয় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কিশরিয়া টি স্টলের কেশর চা। বিভিন্ন রকম চা মেলে এই দোকানে, তব সবথেকে চাহিদা বেশি মাঝারি কাপের কেশর চায়ের। দাম ২০ টাকা।
advertisement
এই দোকানে বছরভর মানুষ ভিড় জমাচ্ছেন। সামনেই গঙ্গার অনাবিল সৌন্দর্য, সন্ধ্যায় আলোকমালায় সাজা তিলোত্তমার রূপ দর্শনের সঙ্গে চায়ে চুমুক দেওয়ার মজাই আলাদা। সারাদিনের ব্যস্ততা শেষে সন্ধ্যায় একটু স্বস্তি পেতে অনেকেই নিয়মিত হাজির হচ্ছেন এখানে। শীতের মরশুমে কেশরিয়া চায়ের স্বাদ যেন দুগুণ হয়ে যায়, সন্ধ্যা হলেই থিকথিকে ভিড়।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2024 6:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: সন্ধ্যা নামলেই হাওড়ার এই দোকানে থিকথিক করে মানুষ, আপনিও ঢুঁ মেরে দেখুন
