West Bengal news: কোথাও কা*টা মু*ন্ডু, কোথাও দেহ, কোথাও আবার কোথাও হাত পা! হওড়ায় হাড়হিম করা ঘটনা
- Reported by:RAKESH MAITY
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Train accident: রাস্তার উপর পড়ে মাথা, একটু দূরে পরে রয়েছে মুণ্ড ও হাত-পাহীন মানব দেহ! ইস্ট ওয়েস্ট বাইপাসের চ্যাটার্জি পাড়া মোড়ের কাছে এমন গা শিউরে ওঠার মত দৃশ্য। রেল লাইনের পাশে ক্ষতবিক্ষত ছিন্ন-ভিন্ন দেহ।
হাওড়া: রাস্তার উপর পড়ে মাথা, একটু দূরে পরে রয়েছে মুণ্ড ও হাত-পাহীন মানব দেহ! ইস্ট ওয়েস্ট বাইপাসের চ্যাটার্জি পাড়া মোড়ের কাছে এমন গা শিউরে ওঠার মত দৃশ্য। রেল লাইনের পাশে ক্ষতবিক্ষত ছিন্ন-ভিন্ন দেহ। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহ থেকে আলাদা হওয়া রক্তাক্ত মুণ্ড। অন্য দিকে পড়ে শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত ছড়িয়ে ছিটিয়ে রাস্তায় পড়ে। ভয়ংকর মর্মান্তিক এই দৃশ্য স্থানীয় মানুষ দেখে পুলিশে খবর দেয়।
রেল লাইনে কাটা পড়ে মাথা ও দেহ হাত পা আলাদা হয়ে রাস্তার উপর পড়ে। বৃহস্পতিবার রাত ১১ টা ২০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। সেই সময় পথ চলতি মানুষ রাস্তায় দেহ ও মাথা পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয় ট্রাফিক পুলিশ অফিসে ও ব্যাঁটরা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহ অংশ ঢেকে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। প্লাস্টিক চাপা দিয়ে পড়ে থাকা জায়গা ঘিরে দেয়। পুলিশ পৌঁছলেও রাস্তায় পড়ে থাকে মৃতদেহের অংশ।
advertisement
advertisement
রেল পুলিশ নাকি স্থানীয় থানা মৃতদেহ কে তুলবে ? এই নিয়ে কেটে যায় বেশ কয়েক ঘণ্টা। তার জেরে দীর্ঘক্ষণ সেখানেই ওই অবস্থাতেই রাস্তার উপর পড়ে থাকে ক্ষতবিক্ষত মৃতদেহের অংশ। ঘটনার কয়েক ঘণ্টা পর দেহটি তোলা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ট্রেনের ধাক্কায় ক্ষতবিক্ষত দেহ, তা অনুমান করা গেলেও কী ভাবে এই ঘটনা তা সঠিক জানা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 29, 2025 4:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: কোথাও কা*টা মু*ন্ডু, কোথাও দেহ, কোথাও আবার কোথাও হাত পা! হওড়ায় হাড়হিম করা ঘটনা










