Howrah News: এগিয়ে আসছে দুর্গাপুজো, এদিকে জারি লাগাতার বৃষ্টি, চিন্তায় প্রতিমা শিল্পীরা

Last Updated:

এবার আশ্বিন মাসের শুরুতেই দুর্গাপুজো, এদিকে নাগাড়ে বৃষ্টি, সমস্যায় পড়েছেন জেলার মৃৎশিল্পীরা 

+
 নাগারে

 নাগারে বৃষ্টি দারুন সমস্যায় জেলার মৃৎশিল্পীরা

হাওড়া: আশ্বিনের শুরুতেই দুর্গাপূজা,এদিকে লাগাতার টানা বৃষ্টির ফলে সমস্যায় প্রতিমা শিল্পীরা, চিন্তার ভাঁজ পড়েছে হাওড়ার মৃৎশিল্পীদের কপালে ।
বৃষ্টির কারণে প্রতিমা তৈরির প্রধান উপাদান মাটি তৈরি এবং প্রতিমা শুকোতে সময় লাগছে, ফলে কাজে দেরি হচ্ছে। অনেক শিল্পী তাঁদের কর্মশালায় ছাউনির ব্যবস্থা করতে পারলেও, বৃষ্টিতে ভিজে যাওয়া মূর্তি শুকোতে সমস্যা হচ্ছে। এছাড়াও, বৃষ্টির কারণে প্রতিমার কাঠামো তৈরির কাজও ব্যহত হচ্ছে, কাঠামোর জন্য প্রয়োজনীয় বাঁশ এবং খড় ভিজে যাচ্ছে।
হাতে আর মাত্র তিন মাস বাকি দুর্গাপুজোর। প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন, বৃষ্টির ফলে মাটি সে ভাবে পাওয়া যাচ্ছে না। যা মিলছে, তার দামও বেশি। বেড়ে গিয়েছে বাঁশের দামও। তাছাড়া, আগের থেকে প্রতিমা শিল্পীর সংখ্যা কমেছে, নতুন প্রজন্মের সিংহভাগ অন্য পেশা বেছে নিয়েছেন।
advertisement
advertisement
বৃষ্টিতে প্রতিমা না শুকানোয় কাজ দেরিতে হচ্ছে, ফলে আর্থিক ক্ষতিরও সম্ভবনা দেখা দিয়েছে।বৃষ্টির কারণে প্রতিমা শুকোতে সময় লাগছে, ফলে কাজের সময়সীমা পিছিয়ে যাচ্ছে বলে জানান এক মৃৎশিল্পী। বৃষ্টি থেকে বাঁচাতে প্রতিমা ঢেকে রাখা ও অন্যান্য সুরক্ষার জন্য খরচ বাড়ছে। বৃষ্টিতে সামগ্রী নষ্ট হওয়ার কারণে উপকরণ সংগ্রহেও সমস্যা দেখা যাচ্ছে।
রোদ একেবারেই না থাকায় প্রতিমা শুকাতে  ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। তাতেও ইলেকট্রিক বিল বেশি আসায় খরচ বাড়ছে। এদিকে প্রতিমার সাজসজ্জার মূল্যবৃদ্ধি হয়েছে। কর্মচারীর সংখ্যাও দিন দিন কমে যাওয়ায় অর্ডার পেলেও প্রতিমা তৈরিতে বেগ পেতে হতে হচ্ছে মৃৎশিল্পীদের।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এগিয়ে আসছে দুর্গাপুজো, এদিকে জারি লাগাতার বৃষ্টি, চিন্তায় প্রতিমা শিল্পীরা
Next Article
advertisement
এ কী! খুলছে না ChatGPT! বিশ্বের বিভিন্ন প্রান্তে থমকে এক্স অ্যাকাউন্ট, ক্যানভা! কী থেকে হল, দুশ্চিন্তার চর্চা
এ কী! খুলছে না ChatGPT! বিশ্বের বিভিন্ন প্রান্তে থমকে X অ্যাকাউন্ট, ক্যানভা! কেন জানুন
  • Cloudflare সার্ভার বিভ্রাটে X, ChatGPT, Canva সহ বহু ওয়েবসাইট বিশ্বজুড়ে বন্ধ হয়ে গেছে.

  • ভারতেও প্রভাব পড়েছে, DownDetector রিপোর্টে X মোবাইল অ্যাপে ৬১% ব্যবহারকারী সমস্যার সম্মুখীন.

  • Cloudflare নিশ্চিত করেছে যে তারা সমস্যাটি তদন্ত করছে এবং শীঘ্রই আপডেট দেবে.

VIEW MORE
advertisement
advertisement