নারায়ণ দেবনাথে'র অমর চরিত্ররা যেন জীবন্ত, রাস্তায় হাঁটছে হাঁদা-ফোঁদা, নন্টে-ফন্টে! হাওড়া কাঁপাল শিশুদের মহামিছিল

Last Updated:

Narayan Debnath : শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথের জন্মদিনে হাওড়ায় উৎসব। শিশুদের নিয়ে মহামিছিল শহরে।

+
শিশুদের

শিশুদের মহামিছিল

হাওড়া, রাকেশ মাইতি: ভ্রুণ হত্যা, শিশু শ্রমের মত নানা সমস্যা দূর করতে শিশুদের মহা মিছিল হাওড়া’য়। শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথের জন্মদিনে শিশুদের উৎসব। শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথের জন্ম শতবর্ষ উদযাপনে শহরের শিশুদের আনন্দের একটা দিন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ শিশু মেতেছে আনন্দে। হাওড়া শহরের বুকে স্মরণীয় একটা দিন। বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো শিশু জড়ো করে এক মহা মিছিলের আয়োজন শহরে।
যেখানে বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে শিশু মনে আনন্দ দেওয়ার উদ্দেশ্য নিয়ে অন্যরকমের আয়োজন। বিগত কয়েক বছর এই বিশেষ দিনটি ব্যাপক আগ্রহের হয়ে উঠেছে শহরের মানুষের কাছে। উল্লেখ্য, নারায়ণ দেবনাথ ছিলেন একজন বিখ্যাত বাঙালি কমিক্স শিল্পী ও লেখক। জন্ম হাওড়ায়। তিনি হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা।
advertisement
advertisement
তাঁর জন্মদিবস উপলক্ষে বিশেষ এই আয়োজন। সমাজ সচেতনতার বিভিন্ন বার্তা নিয়ে হাওড়া শহরে শিশুদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। একটি বেসরকারি সংস্থা এই আয়োজন করে। এবার ১৭ তম বর্ষে শিশুদের মহা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সেই উৎসবে আরও বেশি আনন্দ যোগ করেছে শিশু সাহিত্যিকের জন্ম শতবর্ষ উপলক্ষ্য তাঁর অমর সৃষ্টি নন্টে ফন্টের কাটআউট।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিনের এই অনুষ্ঠানে হাজির ছিল শহরের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো শিশু। শিশুদের এই উৎসবকে আরও আনন্দ মুখরিত করে তুলতে বহু সাধারণ মানুষ এবং বিশিষ্টজনেরা হাজির ছিলেন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন ডাঃ সুজয় চক্রবর্তী। তিনি জানান বাড়িতে অথবা স্কুল, কোনও স্থানেই শিশুদের মারধর চলবে না, তার বিরুদ্ধে বার্তা দিতেই এই মিছিলের মূল উদ্দেশ্য। এই আয়োজন আসলে সাহিত্যিক নারায়ন দেবনাথের জন্ম শতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নারায়ণ দেবনাথে'র অমর চরিত্ররা যেন জীবন্ত, রাস্তায় হাঁটছে হাঁদা-ফোঁদা, নন্টে-ফন্টে! হাওড়া কাঁপাল শিশুদের মহামিছিল
Next Article
advertisement
West Bengal Weather Update: কার্তিকেই রাজ্য জুড়ে শীতের আমেজ ! কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আকাশ
কার্তিকেই রাজ্য জুড়ে শীতের আমেজ ! কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আকাশ
  • কার্তিকেই রাজ্য জুড়ে শীতের আমেজ !

  • কিছুটা বাড়বে তাপমাত্রা

  • কুয়াশাচ্ছন্ন আকাশ

VIEW MORE
advertisement
advertisement