ধুলাগড়, যেমন নাম, তেমন...! ধুলাগড় মানে এখন শুধুই ধুলোয় স্নান! হাড়ে হাড়ে টের পাচ্ছেন সবাই

Last Updated:

'ধুলাগড়' নামের যেন সার্থকতা! ধুলাগড়ে ধুলোয় স্নান। হ্যাঁ এমনই ঘটনা ঘটে চলেছে জাতীয় সড়ক লাগোয়া পাইকারি সবজি বাজার সংলগ্ন ধুলাগড়ে।

+
ধুলোগড়

ধুলোগড় মানে এখন ধুলোয় স্নান

ধুলোগড়, রাকেশ মাইতি: ‘ধুলাগড়’ নামের যেন সার্থকতা! ধুলাগড়ে ধুলোয় স্নান। হ্যাঁ এমনই ঘটনা ঘটে চলেছে জাতীয় সড়ক লাগোয়া পাইকারি সবজি বাজার সংলগ্ন ধুলাগড়ে। মাঝে মধ্যে ধুলোয় ঢেকে যাচ্ছে আকাশ রাস্তাঘাট সমস্ত কিছু। ধুলাগড় হাওড়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরত্বে। আবার বাগনান থেকে প্রায় ৩৫-৪০ কিমি দূরত্বে। হুগলি নদীর কাছেই। প্রবীণ মানুষদের কথায়, একসময় প্রায় নির্জন স্থান ধূ-ধূ মাঠ।
বর্তমানে ধুলাগড় হল শিল্পের কেন্দ্রবিন্দু। হাওড়া জেলার গ্রাম ও শহরের কেন্দ্র বিন্দু ধুলাগড়। দিনরাত দারুণ ব্যস্ত একটা জনপদ। প্রতিদিন হাজার হাজার মানুষের আসা যাওয়া। বলা যেতে পারে সারা দেশের মানুষের পদধূলি পরে ধুলাগড়ে‌। একটি জনপদের নামকরণের সঠিক কারণ জানা যায়নি। এককালে ধুলোগোড় বিঘার পর বিঘা জলাভূমি।
advertisement
advertisement
গত কয়েক দশকে ভোল বদলে যায় হাওড়ার ধুলাগড়ের। বর্তমানে রীতিমতো ব্যস্ত জনপদ। সকাল থেকে রাত মানুষের কোলাহল। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাজের সুবাদে প্রতিদিন অসংখ্য মানুষ এসে হাজির হচ্ছে এখানে। এই সময় ধুলাগড় মানে দারুণ ব্যস্ত হই হই কোলহালময় একটা স্থান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তবে ইদানিং ধুলাগড় মানে ধুলোর সাম্রাজ্য। অনেকেই মনে করছেন, ফাঁকা মাঠ কাঁচা পথ, সেখানেই ধুলোর উৎপত্তি ছিল প্রচুর। তা থেকেই হয়ত ধুলাগড় নামকরণ হয়েছে। আর বর্তমানে নামকরণের যেন সার্থকতা, ধুলাগড় মানে ধুলোয় ডাকা এক ফালি শহর। যানজট ব্যস্তময় স্থানের রাস্তাঘাট দোকান-পাসারি ঢেকে যাচ্ছে ধুলোয়। ধুলাগড় এলে এই বর্ষার ফাঁকেও ধুলোয় স্নান হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধুলাগড়, যেমন নাম, তেমন...! ধুলাগড় মানে এখন শুধুই ধুলোয় স্নান! হাড়ে হাড়ে টের পাচ্ছেন সবাই
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement