বালিশের নিচে তীব্র বিষধর কালাচ! ঘুমের মাঝেই ঘটল মর্মান্তিক ঘটনা, প্রাণ গেল সপ্তম শ্রেণীর পড়ুয়ার
- Published by:Madhab Das
- local18
Last Updated:
রাতে সে অসুস্থ বোধ করে এবং তারপর রাতেই সে সেখান থেকে চলে আসে ঠাকুমার কাছে। এরপর সকাল থেকে তার অসুস্থতা আরও বাড়তে শুরু করে।
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: রাতে খাওয়া-দাওয়ার পর দুই ভাই মিলে ঘুমাতে যায় ঘরে। তবে তাদের এই দুই ভাইয়ের একজনের এই ঘুম হবে চিরতরের তা কারও জানা ছিল না। কারও জানা না থাকলেও এমনটা হয় মূলত কালাচ সাপের দংশনের কারণে। রাতে নিশ্চিন্তে দুই ভাই মিলে ঘরে ঘুমানোর সময় হানা দেয় কালাচ সাপ। যে সাপের দংশনেই মৃত্যু হয় এক ভাইয়ের বলেই দাবি পরিবারের সদস্যদের। মাত্র ১৩ বছর বয়সেই সর্পাঘাতে প্রাণ গেল এক কিশোরের।
মর্মান্তিক এমন ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কানিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে। ওই গ্রামের বাসিন্দা আজগার বিশ্বাসের ছোট ছেলে সাকিবুল বিশ্বাস গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে দাদার সঙ্গে শুয়েছিল। হঠাৎ রাতে সে অসুস্থ বোধ করে এবং তারপর রাতেই সে সেখান থেকে চলে আসে ঠাকুমার কাছে। এরপর সকাল থেকে তার অসুস্থতা আরও বাড়তে শুরু করে।
advertisement
আরও পড়ুন: দিন দিন বাড়ছে কাজের টার্গেট, বেতন বাড়ানোর বেলায় লবডঙ্কা! সহ্যের সীমা পার হতেই বিক্ষোভে শ্রমিকরা
advertisement
এরই মধ্যে সাকিবুলের দাদা দেখতে পায় তারা যেখানে শুয়ে ছিল সেখানে বালিশের নিচে রয়েছে একটি কালাচ সাপ। এরপরই তারা বুঝতে পারেন সাকিবুলকে সাপে কামড়েছে। তড়িঘড়ি তারা হাসপাতালে নিয়ে যান সাকিবুলকে। কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। সাকিবুলের এমন মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সাকিবুল এর দাদু জাকির বিশ্বাস জানিয়েছেন, “সাপে কামড়ে ছিল এমনটা বুঝতে পেরেই আমরা হাসপাতালে যাই। কিন্তু তারপরেও তাকে বাঁচানো সম্ভব হল না।”
advertisement
সাকিবুল কুনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। স্বাভাবিকভাবেই তার এমন অকাল মৃত্যুতে স্কুলেও শোকের ছায়া নেমে এসেছে। সাকিবুলের সহপাঠীরাও এমন ঘটনা যেমন বিশ্বাস করতে পারছে না, সেরকমই তারাও চরম শোকাহত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 5:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বালিশের নিচে তীব্র বিষধর কালাচ! ঘুমের মাঝেই ঘটল মর্মান্তিক ঘটনা, প্রাণ গেল সপ্তম শ্রেণীর পড়ুয়ার