স্কুল তো নয়, যেন আস্ত পার্ক! ৪৫০ পড়ুয়ার কামাই করতে চায় না কেউ-ই! জানুন কোথায়

Last Updated:

এখানে শুধু গুরু গম্ভীর পুঁথিগত পড়াশোনা হয় না বা শুধুমাত্র ক্লাসরুমের চার দেয়ালের মধ্যে বন্দী থাকতে হয় না তাদের, সমগ্র বিদ্যালয়টি যেন তাদের ক্লাস রুম আর শিক্ষাটা হয় মজার ছলে হাতে-কলমে। স্কুলের ভিতরে গড়ে উঠেছে পাহাড়-পর্বত।

+
স্কুল

স্কুল

বড়শুল, সায়নী সরকার: স্কুল মানেই শিশুদের কাছে পড়াশোনা, বইপত্র, গুরু গম্ভীর পরিবেশ তাই মাঝে মাঝে স্কুল যেতে চায় না তারা, কিন্তু এই স্কুলের পড়ুয়ারা বাড়িতে থাকতে চায় না। রোজ চায় স্কুলে যেতে। কারণ এই স্কুলের চিত্রটা আর পাঁচটা স্কুলের থেকে সম্পূর্ণ আলাদা। স্কুলের ভিতরেই গড়ে উঠেছে যেন এক অন্য জগৎ। এখানে শুধু গুরু গম্ভীর পুঁথিগত পড়াশোনা হয় না বা শুধুমাত্র ক্লাসরুমের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে হয় না তাদের, সমগ্র বিদ্যালয়টি যেন তাদের ক্লাস রুম আর শিক্ষাটা হয় মজার ছলে হাতে-কলমে।
পূর্ব বর্ধমানের সদর ২ ব্লকের পূর্বচক্রের বড়শুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। বিদ্যালয় জুড়ে বাস্তবসম্মত পরিবেশ শিক্ষার ছোঁয়া। বিদ্যালয় চত্বরজুড়ে কয়েক বিঘা জমিতে গড়ে উঠেছে বিভিন্ন শিক্ষা-সহায়ক প্রকল্প। এখানে শেখাটা শুধু ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নয়। স্কুলের গেট পেরোলেই শুরু হয় এক অন্য জগৎ। স্কুলের ভিতরেই গড়ে উঠেছে কৃত্রিম পাহাড়, পর্বতমালা ,নদীর উৎপত্তি, অশ্বখূড়াকৃতি হ্রদ, চাষ পদ্ধতি, বিনোদন পার্ক। এছাড়াও স্কুলের প্রবেশ পথে পথ নিরাপত্তার পাঠের জন্য রয়েছে সিগনাল লাইট, জ্রেবরা ক্রসিং, পরিবেশ সচেতনতায় গড়ে তোলা হয়েছে টিএলএম উদ্যান। এমনকি গণিত এখানে কঠিন নয়, খেলারছলে গণিতেরও প্রাথমিক পাঠ দেওয়া হয় এখানে।
advertisement
advertisement
পূর্ব বর্ধমানের এই স্কুলের ভিতরেই রয়েছে গাছবাড়ি, গ্যালারি সহ খেলা মাঠ, ৬০ ফুট চওড়া , ১০০ফুট লম্বা সেড সহ মঞ্চ, স্মার্ট ক্লাস, পরিশ্রুত পানীয় জল, সোলার সাবমার্সাবেল। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে অনেক সরকারি বিদ্যালয়েই কমছে পড়ুয়া সংখ্যা সেখানে বড়শুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বর্তমান প্রায় সাড়ে ৪৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী রয়েছে। যারা বইয়ের পুঁজিগত বিদ্যার পাশাপাশি বাস্তবে হাতে কলমে শিখছে নানা পাঠ। ইতিমধ্যেই রাজ্য ও জেলা থেকে বিভিন্ন পুরস্কার, সম্মানে ভূষিত হয়েছে এই স্কুল। যেমন ২০১২ সালে রাজ্যের অন্যতম সেরা সম্মান শিশুমিত্র পুরস্কার, নির্মল বিদ্যালয় পুরস্কার। এছাড়াও পেয়েছে জেলা পর্যায়ে নানা পুরস্কার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধুমাত্র শিশুদের অভিনব পদ্ধতিতে শিক্ষার নজিরই নয় পরিবেশ সচেতনতারও ক্ষেত্রেও এক অনন্য নজির এই বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গনে গ্রীষ্মের দাবদাহে পশুপাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে রয়েছে ফুলগাছ, বাহারীগাছের টব সহ কয়েকশ গাছ। যা বিদ্যালয় প্রাঙ্গনে পরিবেশ সচেতনতার এক অন্যন্য নজির। বড়শুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয় প্রমাণ করে যে, সঠিক পরিকাঠামো, উদ্ভাবনী পদ্ধতি এবং শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা থাকলে একটি স্কুল হয়ে উঠতে পারে শিশুদের কাছে দ্বিতীয় বাড়ি। শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, তা ছড়িয়ে থাকে প্রকৃতির মাঝে এবং আমাদের দৈনন্দিন জীবনে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল তো নয়, যেন আস্ত পার্ক! ৪৫০ পড়ুয়ার কামাই করতে চায় না কেউ-ই! জানুন কোথায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement