Sailen Manna Sarani: ট্রাম লাইব্রেরি, ট্রাম কফি আউটলেট, রাস্তার পাশে ডিসপ্লে বোর্ড! দেখে মনে হবে একটুকরো বিদেশ! ভোল বদলাচ্ছে কলকাতার পাশেই এই জায়গা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
মুখ্যমন্ত্রীর নির্দেশে আকর্ষণীয় সাজে সেজে উঠছে এই এলাকা
হাওড়া: সেজে উঠছে হাওড়ার শৈলেন মান্না স্মরণী! হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম বদল হয়েছে। ২০২৪-এর ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তার নাম বদলে প্রয়াত বাংলার কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত সেজে উঠছে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন শৈলেন মান্না সরণি।
আগামী এক মাসের মধ্যেই গোটা এলাকার ভোল বদলের পরিকল্পনা রয়েছে এমনটাই জানালেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। রাস্তার ধারে বসানো হচ্ছে কৃত্রিম ঘাসের গালিচা, বসবে প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্নার মূর্তি যা ইতিমধ্যে তৈরি হচ্ছে। বাহারি গাছ পার্কের আদলে সেজেছে রাস্তার পার্শ্ববর্তী স্থান, রাস্তার পাশে বসেছে ডিসপ্লে বোর্ড। গত দুই মাসে প্রায় দেড় কিলোমিটার সেজে উঠেছে। একই সঙ্গে ট্রামের আদলে লাইব্রেরি কাম কফি আউটলেট তৈরি হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামের বিপরীতে।
advertisement
আরও পড়ুন: ২৫ টাকায় কাঁচা আম, পাকা আম, লেমন! আরেকটু বেশি দিলে আরও অনেককিছু! এত সস্তায় মকটেল মিলছে এই জায়গায়
advertisement
জোরকদমে শৈলেন মান্না সরণি সৌন্দর্যায়নের কাজে চলছে পূর্ত দফতর ও হাওড়া পুরসভার তরফে। রাস্তার পাশে স্বনির্ভর গোষ্ঠীর জন্য স্টল তৈরির কাজ প্রায় শেষের পথে। পেভার ব্লক বসিয়ে সাজিয়ে তোলা হচ্ছে ফুটপাত। এখানে সেলফ হেল্প গ্রুপের এই স্টলে সুফল বাংলার দোকান, জামাকাপড় থেকে গয়নার দোকান আছে। সরকারি প্রকল্পের পাশাপাশি এখানে বাংলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের ছবি শোভা পাবে এখানে। খুব শীঘ্রই এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানালেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 2:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sailen Manna Sarani: ট্রাম লাইব্রেরি, ট্রাম কফি আউটলেট, রাস্তার পাশে ডিসপ্লে বোর্ড! দেখে মনে হবে একটুকরো বিদেশ! ভোল বদলাচ্ছে কলকাতার পাশেই এই জায়গা
