South 24 Parganas News: কীভাবে বাঁচবে সুন্দরবন! জেলা যুব উৎসবে পথ দেখাল কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের পড়ুয়ারা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
জেলা যুব উৎসবে সুন্দরবন রক্ষার একাধিক থিম পড়ুয়াদের। এখানে সুন্দরবনের একাধিক সমস্যা ও তার বাস্তবসম্মত সমাধানের পথ দেখানো হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা: জেলা যুব উৎসবে সুন্দরবন রক্ষার একাধিক থিম তৈরি করে নজর কাড়ল কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা। বিজ্ঞান মডেল প্রদর্শনীতে সুন্দরবনের একাধিক সমস্যা ও তার বাস্তবসম্মত সমাধানের পথ দেখানো হয়েছে। বিশ্ব উষ্ণায়নের জন্য পরিবেশবান্ধব যানবাহন চালান থেকে,বায়ুকলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন,এমনকি পরিবেশ বান্ধব জলযান সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে এই বিজ্ঞান মডেল প্রদর্শনীতে।
এ নিয়ে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ চন্দন কুমার মাইতি জানান, অনেক সময় লক্ষ্য করা গিয়েছে সুন্দরবনের ছাত্র-ছাত্রীরা সুন্দরবনে থেকে বড় হয়ে বাইরে চলে যায় চাকরি নিয়ে। সুন্দরবনের সমস্যা থেকেই যায়। তারা যাতে ছোট থেকেই সুন্দরবনের সমস্যাগুলি নিয়ে অবহিত হয় এবং বড় হয়ে তাদের চিন্তাভাবনার ফসল ফলে সেই জন্যই এই চিন্তা ছাত্র-ছাত্রীদের মাথায় দেওয়ার কাজ করে যাচ্ছেন তিনি।
advertisement
advertisement
তার ফলে ছাত্র-ছাত্রীদের মাথায় এই বিজ্ঞান মডেলগুলি আসে। প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর বিজ্ঞান মডেলগুলিতে দেখা গিয়েছে সুন্দরবনকে বাঁচানোর বিভিন্ন উপায়। যা ভাল সাড়া ফেলেছে এলাকায়। ভবিষ্যতে এই ছাত্র-ছাত্রীরা বড় হলে এই মডেলগুলির উপর কাজ করবে বলে আশাবাদী কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2024 4:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: কীভাবে বাঁচবে সুন্দরবন! জেলা যুব উৎসবে পথ দেখাল কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের পড়ুয়ারা