একটি আম লাখ টাকা! বিশ্বের সবচেয়ে দামি 'আম' এই গাছেই ফলে...! চিনে নিন সঠিক গাছ, ঠকবেন না

Last Updated:

Miyazaki Mango Tree: মিয়াজাকি আম গাছের পাতাগুলি অপেক্ষাকৃত সরু ও ঘন হয়ে থাকে। এ পাতার মাঝখান দিয়ে একটি শিরা বিন্যস্ত থাকে যেটিও ঘন। পাতার পাশ দিয়ে দেখলে অনেকটা ঢেউ খেলোনা নৌকার মতো মনে হয়। 

+
বিশ্বের

বিশ্বের বিরল, অত্যন্ত দামি ও আকর্ষণীয় প্রজাতির এই আম গাছ, মিয়াজাকি চিনতে গেলে বেশ কিছু উপরের মধ্যে কেনার অন্যতম মাধ্যম হল এর পাতা। মিয়াজাকি আম গাছের পাতাগুলি অপেক্ষাকৃত সরু ও ঘন হয়ে থাকে।

উত্তর ২৪ পরগণা: মিয়াজাকি, যা বিশ্বের সবচেয়ে দামি আম বলে পরিচিত। ২০১৬ সালে জাপানের ফুকুওকায় নিলামে এক জোড়া মিয়াজাকি আমের মূল্য উঠেছিল ৫ লাখ জাপানি ইয়েন। লাখ টাকা দামের এই মিয়াজাকি আমের বর্তমানে যদিও এমন দাম না হলেও, এর কদর যে অনেকখানি তা বলার অপেক্ষা রাখে না।
অনেকেই তার বাড়ির এই মিয়াজাকি আমের স্থান দিতে চান, কিন্তু বর্তমানে অনেক বাগান বা নার্সারিতে আম গাছ কিনতে গিয়ে ভুল জাতের চারা কিনে ফেলেন অনেকেই। তবে বেশ কিছু উপায়ে সঠিক গাছ অর্থাৎ মিয়াজাকি আমগাছের চারা কিনতে পারবেন বেশ কিছু উপায়ে। এ বিষয়ে বিস্তারিত জানালেন বসিরহাটের বসুন্ধরা নার্সারির উদ্যোক্তা শাহরুখ ইসলাম।
advertisement
advertisement
advertisement
বিশ্বের বিরল, অত্যন্ত দামি ও আকর্ষণীয় প্রজাতির এই আম গাছ, মিয়াজাকি চিনতে গেলে বেশ কিছু উপরের মধ্যে কেনার অন্যতম মাধ্যম হল এর পাতা। মিয়াজাকি আম গাছের পাতাগুলি অপেক্ষাকৃত সরু ও ঘন হয়ে থাকে। এ পাতার মাঝখান দিয়ে একটি শিরা বিন্যস্ত থাকে যেটিও ঘন। পাতার পাশ দিয়ে দেখলে অনেকটা ঢেউ খেলানো নৌকার মতো মনে হয়। আমের মুকুল আসলে মুকুলের বৃন্তটি লালচে হয়ে থাকে। এভাবেই সহজেই চিনে নিতে পারবেন মূল্যবান মিয়াজাকি আম গাছ।
advertisement
মিয়াজাকি আম আকারে সাধারণ আমের চেয়ে বেশ বড় ও লম্বা এবং গন্ধ ও স্বাদে মিষ্টতাও বেশি। রঙ গাঢ় লাল বা লাল ও বেগুনীর সংমিশ্রণ। এটি দেখতে অনেকটাই ডিমের মতো। বিশেষ পরিবেশে বেড়ে ওঠা এই আম রঙ, স্বাদ ও আকারে অন্য সব আম থেকে একদমই আলাদা। যদিও সম্প্রতি কয়েকবছরে ভারতীয় উপমহাদেশ-সহ এ রাজ্যের বেশ কিছু জায়গায় চাষ হয়েছে বিশ্বের সব থেকে দামি এই আমের। জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একটি আম লাখ টাকা! বিশ্বের সবচেয়ে দামি 'আম' এই গাছেই ফলে...! চিনে নিন সঠিক গাছ, ঠকবেন না
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement