Masala Papad Recipe: মুচমুচে মশলা পাঁপড়েই জমবে সন্ধ্যার আড্ডা, বানিয়ে নিন বাড়িতেই, ১ মাসেও নষ্ট হবে না...
- Reported by:Koushik Adhikary
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Masala Papad Recipe: গ্রামের মহিলারা এই পাপড় তৈরি করে থাকেন। যা বিক্রি হয় ভালই। আর এই মশলা পাপড় বিক্রি করেই লাভবান হচ্ছেন বর্তমানে গ্রামীণ মহিলারা।
মুর্শিদাবাদ: আমরা অনেকেই পাপড় খেয়ে থাকি। কিন্তু জানেন কি, কিভাবে তৈরি করা হয় এই পাপড়। ময়দা, বেসন ও বিভিন্ন মশলার উপকরণ হিসেবে তৈরি করা হয় এই মশলা পাপড়। যা তৈরি করে ১০টাকা প্যাকেট হিসেবে বিক্রি করা হয়ে থাকে। গ্রামের মহিলারা এই পাপড় তৈরি করে থাকেন। যা বিক্রি হয় ভালই। আর এই মশলা পাপড় বিক্রি করেই লাভবান হচ্ছেন বর্তমানে গ্রামীণ মহিলারা।
মুর্শিদাবাদ শহরেই বসবাস করেন টুম্পা মন্ডল। পরিবারের অন্যান্য সদস্যদের মুখে হাঁসি ফোটাতে তৈরি করে থাকেন এই মশলাদার পাপড়। মশলা পাপড় রেসিপি হল একটি জনপ্রিয় ভেগান ভারতীয় স্ন্যাকস রেসিপি। এটি খসখসে, মশলাদার এবং স্বাদেও সুস্বাদু। এটি একটি অতি সহজে তৈরি, দ্রুত এবং ঝঞ্ঝাট-মুক্ত রেসিপি। এই প্রস্তুতিতে, ভাজা পাপড়ের উপরে মশলা দেওয়া হয় যা পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস, সেভ এবং কিছু মশলা মিশিয়ে তৈরি করা হয়।
advertisement
আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন
advertisement
মশলা পাপড় একটি সুস্বাদু ভারতীয় খাবার যা চা-এর সঙ্গে স্ন্যাকস হিসাবে পরিবেশন করা যেতে পারে। জানা যায়, ভারতীয় খাবারে ভারতীয় রাস্তার খাবার সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু। মশলা পাপড় এর একটি বড় উদাহরণ।
advertisement
যদিও এটি ভারতের প্রতিটি ছোট শহর, শহর এবং গ্রামে সহজেই পাওয়া যায়, তবুও লোকেরা কখনওই এটিকে যথেষ্ট মনে করে না বা বিরক্ত হয় না। তাই এর চাহিদা ভালই বলে দাবি করেছেন কারিগর টুম্পা মন্ডল নামের ওই মহিলা।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 21, 2024 10:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Masala Papad Recipe: মুচমুচে মশলা পাঁপড়েই জমবে সন্ধ্যার আড্ডা, বানিয়ে নিন বাড়িতেই, ১ মাসেও নষ্ট হবে না...









