West Burdwan News : অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে পানাগড় স্টেশন! দেখতে কেমন হবে? কাজ হল কতটা?

Last Updated:

স্টেশনটি সাজিয়ে তোলার পাশাপাশি জোর দেওয়া হয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী সুরক্ষার দিকে।

+
পানাগড়

পানাগড় স্টেশন।

পানাগড়, পশ্চিম বর্ধমান : অমৃত ভারত প্রকল্পে সাজিয়ে তোলা হচ্ছে ভারতীয় রেলের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন। রাজ্যজুড়ে একাধিক স্টেশন সংস্কারের কাজ চলছে। যার মধ্যে রয়েছে পানাগড় স্টেশনটি। এই স্টেশন ভারতীয় রেলের কাছে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। সাধারণ যাত্রীদের পাশাপাশি এই স্টেশন ব্যবহার করেন সেনাবাহিনীর জওয়ানরা। কারণ এখানে রয়েছে সেনাঘাঁটি। রয়েছে বায়ুসেনা ঘাঁটিও। ফলে পূর্ব রেলের কাছে পানাগড় স্টেশনের গুরুত্ব অপরিসীম।
ইতিমধ্যেই জোর কদমে সাজিয়ে তোলা হচ্ছে পানাগড় স্টেশন। রেল সূত্রে খবর, প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের মুখে। ইতিমধ্যেই ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। স্টেশনটি সাজিয়ে তোলার পাশাপাশি জোর দেওয়া হয়েছে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী সুরক্ষার দিকে। যেহেতু পানাগড় স্টেশন থেকে অল্প দূরত্বের মধ্যেই সেনা ঘাঁটি রয়েছে, ফলে সেনার থিমে স্টেশন সাজিয়ে তোলা হচ্ছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
স্টেশনে যাত্রী সুরক্ষার জন্য একাধিক ব্যবস্থা করা হচ্ছে। বয়স্ক যাত্রীদের যাতে ওঠানামা করতে যাতে অসুবিধা না হয়, তার জন্য থাকছে লিফট এর ব্যবস্থা। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য ব্যবস্থা থাকছে। এছাড়াও টিকিট কাটার কেন্দ্র এবং ওয়েটিং হল নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। তৈরি করা হয়েছে যাত্রী অপেক্ষার জন্য নতুন শেড। সবমিলিয়ে অমৃত ভারত প্রকল্পের নতুন রূপে সেজে উঠছে পানাগড় স্টেশন।
advertisement
ভারতীয় রেলের এই পদক্ষেপে খুশি সাধারণ যাত্রীরা। তারা বলছেন, ষ্টেশন স্টেজে উঠলে তা যাত্রীদের জন্য সুবিধার হবে। সেক্ষেত্রে যাত্রীরা স্টেশনে এসে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তেমনভাবেই তারা সুরক্ষিত বোধ করবেন। সাধারণ যাত্রী ছাড়াও স্টেশনটি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা ব্যবহার করেন। ফলে এই স্টেশনটির গুরুত্ব অনেক। স্টেশন সেজে উঠলে তা সকলের জন্যই ভাল হবে। এমনটাই বলছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী সকলে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Burdwan News : অমৃত ভারত প্রকল্পে সেজে উঠছে পানাগড় স্টেশন! দেখতে কেমন হবে? কাজ হল কতটা?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement