Jhargram News: শারীরিক অসুস্থতা থেকে মুক্তির উপায় খুঁজতে গিয়ে বিশ্বজয় গৃহবধূর
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
শারীরিক অসুস্থতার জন্য যোগাসন শুরু করেছিল ঝাড়গ্রামের এক গৃহবধূ। যোগাসনের হাত ধরেই আজ বিশ্বজয় করল ওই গৃহবধূ। ন্যাশনাল স্তরের যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভ করেছে ঝাড়গ্রামের গৃহবধূ গীতাঞ্জলি মানা।
ঝাড়গ্রাম: ৫৪ বছর বয়সে ইন্টারন্যাশনাল যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভ করে নজির গড়ল ঝাড়গ্রামের গৃহবধূ। বিশাখাপত্তনমে আয়োজিত ইন্টারন্যাশনাল যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়লাভ করে ঝাড়গ্রামের গৃহবধূ গীতাঞ্জলি মানা।
ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জানানও হয় ঝাড়গ্রাম শহরের বাসিন্দা গীতাঞ্জলি মাপাকে। গত ডিসেম্বর মাসের ২৮ তারিখ বিশাখাপত্তনমতে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় “ওয়ার্ল্ড যোগা কাব থ্রী”। ৫১ থেকে ৫৫ বছর বয়সী মহিলা বিভাগে প্রথম হয়ে সোনা জয় লাভ করে ঝাড়গ্রামের গীতাঞ্জলি মানা।
advertisement
advertisement
গীতাঞ্জলি বলেন, “আমি স্বামী স্কুল শিক্ষক, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে আমি একা থাকতে থাকতে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই আমার স্বামী যোগাসনের ক্লাসে ভর্তি করেছিলেন আমায়। সেই যোগাসন থেকে যে আমি বিশ্বজয় করব এটা কখনও ভাবতে পারিনি। আমার খুব ভালো লাগছে এবং যোগাসন করেও আমি অনেক সুস্থ আছি”।
advertisement
আরও পড়ুন: বনগাঁয় যুবতীকে হোটেলে আটকে পাচারের চেষ্টায় গ্রেফতার চার
গীতাঞ্জলি এর আগে যোগাসনে ঝাড়গ্রাম জেলায় প্রথম স্থান অধিকার করে এবং রাজ্য স্তরেও প্রথম স্থান অধিকার করে ৫১ থেকে ৫৫ বছর বয়সী মহিলা বিভাগে। গীতাঞ্জলি ছোট থেকে যোগাসন জানত না। শারীরিক অসুস্থতা দূরীকরণের জন্য কয়েক বছর আগে থেকে যোগাসন শুরু করে গীতাঞ্জলি।
advertisement
আর সেই থেকেই আজ যোগাসনে বিশ্ব জয় করল ঝাড়গ্রামের এই গৃহবধূ। গীতাঞ্জলিকে সাধুবাদ জানিয়েছেন আপামর ঝাড়গ্রামবাসী।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 06, 2025 9:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: শারীরিক অসুস্থতা থেকে মুক্তির উপায় খুঁজতে গিয়ে বিশ্বজয় গৃহবধূর