পণের দাবিতে গৃহবধূকে পিটিয়ে খুনের
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
পণের দাবিতে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য হাড়োয়ার মোহনপুর এলাকায়। মামনি মন্ডল (২৪)।
#মোহনপুর: পণের দাবিতে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য হাড়োয়ার মোহনপুর এলাকায়। মামনি মন্ডল (২৪)।
পরিবার সূত্রে জানা যায় - মামনি মন্ডল এর সঙ্গে মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা সাধন মন্ডলের বড় পুত্র প্রবীর মন্ডল এর সঙ্গে বিবাহ হয় । এবং তাদের একটি সাত বছরের পুত্র সন্তান আছে ।
বিয়ের পর থেকে পনের দাবীতে মামনি মণ্ডল উপর নির্মম অত্যাচার চালাত তার শ্বশুরবাড়ির লোকজন । এক বছর আগেও তাদের একটি নতুন ইঞ্জিন ভ্যান দেয়া হয় । তার পরেও থামেনি অত্যাচার , হঠাৎই মঙ্গলবার রাতে মামনির সঙ্গে ঝগড়া করেন এবং মামনিকে বেধড়ক মারধর করেন এবং বাপের বাড়ি থেকে আরো কিছু টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকেন ।
advertisement
advertisement
মামনি রাজি না হওয়ায় তাকে মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় তার শ্বশুরবাড়ির লোকজন । এরপর ওই গৃহবধূকে এলাকার মানুষ উদ্ধার করে হাড়োয়া হাসপাতালে আনলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করেছে মামনি বাপের বাড়ি তরফ থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2020 9:42 PM IST