Bangla News: মহেশতলায় নারকীয় সে দৃশ্য...! জীবন্ত জ্ব*লছে মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল ছেলে! ভয়ঙ্কর...
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: মহেশতলার ৩৫ নম্বর ওয়ার্ডের সারাঙ্গাবাদ এলাকায় মাকে পুড়িয়ে মারতে চাইল ছেলে। এমন নারকীয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে আটক করা হয়েছে।
মহেশতলা: মহেশতলার ৩৫ নম্বর ওয়ার্ডের সারাঙ্গাবাদ এলাকায় মাকে পুড়িয়ে মারল ছেলে। এমন নারকীয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে আটক করা হয়েছে। যদিও অভিযুক্ত সঞ্জয় ঘোষ মানসিক ভারসাম্যহীন হলে বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে সঞ্জয়ের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা প্রথমে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে পুলিশকে খবর দেয়। সেই সময় ঘরের দরজা-জানালা বন্ধ ছিল। এরপর স্থানীয় বাসিন্দারা মহেশতলা থানায় ও বজবজ ফায়ার ব্রিগেডে খবর দিলে মহেশতলা থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা এসে দরজা ভেঙে ঘরে ঢোকে এবং অগ্নিদগ্ধ অবস্থায় পরে থাকতে দেখে সঞ্জয়ের মাকে। ওই মহিলার নাম বিজলী ঘোষ (৭০)। ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা সুমন পুরকাইত জানিয়েছেন, “সঞ্জয়ও ঘরের মধ্যে ছিল ,আগেও ছেলেটি মায়ের সঙ্গে ঝামেলা করত। আগে একবার পুলিশ এসেছিল। তবে এবার এই ঘটনা ঘটাবে যা কেউই ভাবতে পারিনি।”
advertisement
আরও পড়ুনঃ আটা, ময়দা মাখার সময় মেশান ‘এক’ চামচ ঠান্ডা জিনিস, সামান্য তেলও শোষণ করবে না! প্রতিটি লুচি ফুলবে বলের মতো, থাকবে তুলতুলে নরম, রইল দারুণ টোটকা
এই ঘটনা নিয়ে বজবজ ফায়ার স্টেশন অফিসার অমিত মণ্ডল জানিয়েছেন, “ঘটনার খবর পেয়েই তাঁরা উদ্ধার করতে ছুটে আসুন। আগুন নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে। তবে কিভাবে এই আগুন লেগেছে তা জানা যায়নি। ঘরের মধ্যে ছেলেটি ছিল তাকে নিয়ে গিয়েছে পুলিশ।” এই ঘটনার পর যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঠিক কেন এবং কিভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে মহেশতলা থানার পুলিশ। বিজলীদেবীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়রা এই ঘটনার সুষ্ট বিচার ও তদন্তের দাবি জানিয়েছেন।
advertisement
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 26, 2025 7:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মহেশতলায় নারকীয় সে দৃশ্য...! জীবন্ত জ্ব*লছে মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল ছেলে! ভয়ঙ্কর...










