Anganwadi: পোকা চাল দিয়েই খিচুরি, দেওয়া হয় না ডিম, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভয়ানক চিত্র! শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ

Last Updated:

Anganwadi: অর্ধেক ডিম দেওয়া ও নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাত এই ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি মোকামপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ।

নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়া থানার ডল্টনপুর নতুনপাড়া আইসিডিএস সেন্টারে। অভিযোগ পুষ্টিকর খাবার দেওয়ার পরিবর্তে পড়ুয়াদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। কোনওরকম সবজি ছাড়াই পোকা চাল দিয়েই খিচুরি রান্না করা হয়। খিচুরির পরিমান বাড়ানোর জন্য জল মিশিয়ে দেওয়া হয়। মাঝেমধ্যেই ডিম দেওয়া হয়না। খিচুরির মধ্যে নোংরা পড়লে সেই খিচুরি পরিবর্তন করে দেওয়া হয়না।
পড়ুয়াদের ঠিকমতো পড়াশোনাও করানো হয়না বলেও অভিযোগ। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। সকলের দাবি ঠিকমতো এই আইসিডিএস সেন্টার চালানো হোক নাহলে এই সেন্টার বন্ধ করে দেওয়া হবে। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য অঙ্গনওয়াড়ি কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভকারী জেসমিনা বেগম বলেন, বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়ার পরিবর্তে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। চালে পোকা, সবজি নেই, ডিম দেওয়া হয়না। আমরা চাই এই সেন্টার ঠিকভাবে চালানো হোক। নাহলে আমরা এই সেন্টার তালাবন্ধ করে রাখব।
advertisement
advertisement
আগের কর্মরত রাঁধুনী শিরিনা বিবি বলেন, আমি যখন আগে রান্না করতাম সেন্টারের শিক্ষিকা রান্না করা খিচুরিতে জল মিশিয়ে দিত। সেই খিচুরি পড়ুয়াদের দেওয়া হয় আইসিডিএস সেন্টারের কর্মী রাশিদা আনসারি বলেন, আমাকে ফাঁসানোর জন্য আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিডিও ছেরিং জাম ভুটিয়া বলেন, পুরো ঘটনার তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।
advertisement
পাশাপাশি বরাদ্দের অর্ধেক ডিম দেওয়া ও নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাত এই ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি মোকামপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে । জানা গিয়েছে, এক মাস থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম দেওয়া হয়নি আর আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে বরাদ্দের অর্ধেক ডিম দেওয়া ও নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র না থাকার জন্য অন্যের বাড়িতে রান্না হয় করতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anganwadi: পোকা চাল দিয়েই খিচুরি, দেওয়া হয় না ডিম, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভয়ানক চিত্র! শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement