Hooghly News: মিড-ডে মিলে পাটিসাপটা থেকে দুধপুলি, হুগলির স্কুলে হচ্ছেটা কী? জানলে অবাক হবেন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
মিড-ডে মিলের স্বাদ বদলে এবার স্কুলেই পিঠে উৎসব। শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রী, সকলেই হাত লাগালেন পিঠে তৈরির কাজে
হুগলি: মিড-ডে মিলের স্বাদ বদলে এবার স্কুলেই পিঠে উৎসব। শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রী, সকলেই হাত লাগালেন পিঠে তৈরির কাজে। গোঘাটের চাতরা হাইস্কুলে এমনই অভিনব উৎসবে মাতলেন পড়ুয়া থাকে শিক্ষক, সকলে।
শীতের শেষে রকমারি পিঠের মজায় আনন্দে মাতোয়ারা গোটা স্কুল। হুগলির প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এই স্কুল। অধিকাংশ ছাত্রছাত্রী সাধারণ মধ্যবিত্ত ও দুঃস্থ পরিবারের। পৌষপার্বণের পিঠের মরশুমে সকলের বাড়িতে পিঠে তৈরির সামর্থ্য নেই। এবার সেই সাধ পূরণ হল স্কুলের উদ্যোগে। স্কুলের মধ্যে বসল নানা পিঠের স্টল। নারকেল পিঠে, সব্জি পিঠে সঙ্গে খেজুর গুড়। স্কুল ক্যাম্পাসেই পিঠের স্টল চালাল ছাত্রছাত্রীরাই। মিড-ডে মিলের একঘেয়ে খাবার ছেড়ে শীতের মরশুমে একদিনের স্বাদ বদলে খুশি ছাত্র-ছাত্রীরা। তাদের মুখে নানা স্বাদের পিঠে তুলে দিতে পেরে খুশি শিক্ষক-শিক্ষিকারাও। এমনকী পাশের স্কুল থেকে এসেও অনেকে নানা স্বাদের পিঠে চাখল।
advertisement
স্কুলের প্রধান শিক্ষক জানান, বারবারই পর্ষদ বলছে স্কুলে ‘জয়ফুল লার্নিং’ এর কথা। এর একটা বড় অংশ মিড-ডে মিল। একঘেয়ে মিড-ডে মিলের রান্না না খেয়ে কিছু অভিনব চিন্তা ভাবনা করার প্রচেষ্টাতেই স্কুলের মধ্যে শুরু হয় মিড-ডে মিলে পিঠে উৎসব। বিভিন্ন পিঠে তৈরি করতে স্কুলের ছাত্র শিক্ষক এমনকি অভিভাবকরাও হাত লাগিয়েছেন। স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোর জন্য এই প্রচেষ্টা।
advertisement
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2025 3:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মিড-ডে মিলে পাটিসাপটা থেকে দুধপুলি, হুগলির স্কুলে হচ্ছেটা কী? জানলে অবাক হবেন







