Hooghly News: মিড-ডে মিলে পাটিসাপটা থেকে দুধপুলি, হুগলির স্কুলে হচ্ছেটা কী? জানলে অবাক হবেন

Last Updated:

মিড-ডে মিলের স্বাদ বদলে এবার স্কুলেই পিঠে উৎসব। শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রী, সকলেই হাত লাগালেন পিঠে তৈরির কাজে

+
মিড

মিড ডে মিলে তৈরি হচ্ছে পিঠে

হুগলি: মিড-ডে মিলের স্বাদ বদলে এবার স্কুলেই পিঠে উৎসব। শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রী, সকলেই হাত লাগালেন পিঠে তৈরির কাজে। গোঘাটের চাতরা হাইস্কুলে এমনই অভিনব উৎসবে মাতলেন পড়ুয়া থাকে শিক্ষক, সকলে।
শীতের শেষে রকমারি পিঠের মজায় আনন্দে মাতোয়ারা গোটা স্কুল। হুগলির প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এই স্কুল। অধিকাংশ ছাত্রছাত্রী সাধারণ মধ্যবিত্ত ও দুঃস্থ পরিবারের। পৌষপার্বণের পিঠের মরশুমে সকলের বাড়িতে পিঠে তৈরির সামর্থ্য নেই। এবার সেই সাধ পূরণ হল স্কুলের উদ্যোগে। স্কুলের মধ্যে বসল নানা পিঠের স্টল। নারকেল পিঠে, সব্জি পিঠে সঙ্গে খেজুর গুড়। স্কুল ক্যাম্পাসেই পিঠের স্টল চালাল ছাত্রছাত্রীরাই। মিড-ডে মিলের একঘেয়ে খাবার ছেড়ে শীতের মরশুমে একদিনের স্বাদ বদলে খুশি ছাত্র-ছাত্রীরা। তাদের মুখে নানা স্বাদের পিঠে তুলে দিতে পেরে খুশি শিক্ষক-শিক্ষিকারাও। এমনকী পাশের স্কুল থেকে এসেও অনেকে নানা স্বাদের পিঠে চাখল।
advertisement
স্কুলের প্রধান শিক্ষক জানান, বারবারই পর্ষদ বলছে স্কুলে ‘জয়ফুল লার্নিং’ এর কথা। এর একটা বড় অংশ মিড-ডে মিল। একঘেয়ে মিড-ডে মিলের রান্না না খেয়ে কিছু অভিনব চিন্তা ভাবনা করার প্রচেষ্টাতেই স্কুলের মধ্যে শুরু হয় মিড-ডে মিলে পিঠে উৎসব। বিভিন্ন পিঠে তৈরি করতে স্কুলের ছাত্র শিক্ষক এমনকি অভিভাবকরাও হাত লাগিয়েছেন। স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোর জন্য এই প্রচেষ্টা।
advertisement
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মিড-ডে মিলে পাটিসাপটা থেকে দুধপুলি, হুগলির স্কুলে হচ্ছেটা কী? জানলে অবাক হবেন
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement