Hooghly News: রাতে হুগলির এটিএম-এ ওটা কে! সকাল হতেই সকলে যা জানতে পারল, শুনে আঁতকে উঠবেন
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Hooghly News: স্থানীয়দের তৎপরতায় থামানো গেছে এটিএম লুটের ঘটনা।
হুগলি: চাঁপদানী জিটি রোডের পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের সঙ্গেই রয়েছে এটিএম কিয়স্ক। রবিবার গভীর রাতে সেই কিয়স্কে ঢুকে মেশিন ভাঙার চেষ্টা করা হয়। ইট দিয়ে মেশিন ভাঙা হয়। যদিও টাকা যেখানে থাকে, সেই যায়গায় পৌঁছাতে পারেনি দুর্বৃত্তরা। ভাঙাভাঙির শব্দে ছুটে আসন স্থানীয়রা। স্থানীয়দের তৎপরতায় থামানো গেছে এটিএম লুটের ঘটনা।
এটিএম-এর পাশেই থাকেন পশুপতি মাহাতো। তিনি বলেন, ”রাত একটা নাগাদ খুব জোরে ইট ভাঙার আওয়াজ হচ্ছিল। কুকুর ডাকছিল। স্থানীয় একজন দেখে এটিএম-এর ভিতর কেউ আছে। আওয়াজ দিতেই সে ছুটে পালিয়ে যায়।” চন্দননগর পুলিশের ডিসিপি অলকানন্দা ভাওয়াল, এসিপি সুমন বন্দ্যোপাধ্যায়, আইসি ভদ্রেশ্বর ঘটনাস্থলে আসেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, একজনই ছিল এই ঘটনায়। তার সঙ্গে ব্যাঙ্কের কোনও সমস্যা হয়েছিল নাকি এটিএম-এ টাকা তুলতে গিয়ে কোনও সমস্যা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
এই বিষয়ে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার অভিসেত কুমার সিং বলেন, ঘটনার খবর জানতে পেরে তারা এটিএম পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা দেখতে পান এটিএম-এর বাইরের অংশ ভাঙা। তবে দুষ্কৃতী একেবারে এটিএম-এর ভল্ট পর্যন্ত ভেঙে পৌঁছাতে পারেনি। তাদের প্রাথমিক অনুমান, এটিএম ভেঙে টাকা পয়সা লুট করার চেষ্টা চললেও এটিএম মেশিনটি খালি ভাঙা হয়েছে। সিসিটিভি ফুটেজে একজন কালো মাস্ক পরা ব্যক্তিকে লক্ষ্য করা গিয়েছে। পুলিশ এসে গোটা জায়গা সিল করে দিয়ে গিয়েছে।
advertisement
—- রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2025 8:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: রাতে হুগলির এটিএম-এ ওটা কে! সকাল হতেই সকলে যা জানতে পারল, শুনে আঁতকে উঠবেন
