Hooghly News: শীতের রাতে মদের দোকানে হানা! নামিদামি ব্র্যান্ডের বোতল দেখে জিভে জল! সব লুটেপুটে দোকান ফাঁকা করল চোরেরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Hooghly News: মদের দোকানে চুরি করতে এসে নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি হাতের কাছে দামি দামি মদের বোতল পেয়ে সেগুলিও নিয়ে যেতে ভুলল না চোররা।
হুগলি: মদের দোকানে চুরি করতে এসে নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি হাতের কাছে দামি দামি মদের বোতল পেয়ে সেগুলিও নিয়ে যেতে ভুলল না চোররা। নগদ টাকার সঙ্গে দামি দামি মদের বোতল চুরি যাওয়ার এমন ঘটনাটি ঘটেছে হুগলিতে। আর এই ঘটনার পর শোরগোল পড়ে গিয়েছে দাদপুরে। হতবাক পুলিশ প্রশাসনও।
হুগলির পোবলার দাদপুর ব্লকের দাদপুর থানার অন্তর্গত হারিটেতে থাকা একটি মদের দোকানে এমন চুরির ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই দোকানের সিসিটিভি ক্যামেরার হার্ডডিক্স নিয়ে পালায় চোরের দল। যেন তাদের চুরির বিষয়টি কেউ জানতে না পারে তার জন্যই সিসি ক্যামেরার তার কেটে ডিভিআর নিয়ে পালায় চোরেরা। ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কের সঙ্গে হাসির রোল পড়েছে এলাকায়।
advertisement
advertisement
মদের দোকানে এমন চুরির ঘটনাটি সোমবার বৈকাল পাঁচটা নাগাদ জানাজানি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে মদের দোকানের মালিক দাদপুর থানায় বিষয়টি জানান এবং থানার তরফ থেকে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মদের দোকানের মালিকপক্ষ জানিয়েছে, পুলিশ তাদের সব রকম ভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে বলেই দাবি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই মদের দোকানের মালিকের দাদা সমিত ঘোষ জানিয়েছেন, সকালে তিনি যখন তার ভাইকে দোকানে নামাতে আসেন তখন দেখতে পান দোকানের জানালা ভাঙা। সিসিটিভির ক্যামেরার তার কাটা, লন্ডভন্ড দোকানের জিনিসপত্র। দোকানে থাকা ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা নগদ নিয়ে যাওয়ার পাশাপাশি বেশ কিছু দামি মদের বোতল নিয়ে যায় চোরেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli,West Bengal
First Published :
December 16, 2025 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শীতের রাতে মদের দোকানে হানা! নামিদামি ব্র্যান্ডের বোতল দেখে জিভে জল! সব লুটেপুটে দোকান ফাঁকা করল চোরেরা











