Hooghly News: সরস্বতী পুজোর খাওয়া থেকে বাদ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা! ক্ষোভে স্কুলে তালা
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Hooghly News: স্কুলে ঢুকতে পারলেন না শিক্ষকরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে পড়ল পোস্টার।
হুগলি: সরস্বতী পুজোর খাওয়া-দাওয়া থেকে বাদ পড়েছে স্কুলের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ! সেই কারণে স্কুল গেটে তালা দিয়ে বিক্ষোভ পড়ুয়া অভিভাবকদের। স্কুলে ঢুকতে পারলেন না শিক্ষকরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে পড়ল পোস্টার।
ঘটনাটি হুগলির পান্ডুয়া ব্লকের পাঁচগড়া উচ্চ বিদ্যালয়ের।স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হামিদুল হক গতকাল স্কুলে সরস্বতী পুজোর জন্য ছাত্র-ছাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করেন। অভিযোগ দশম শ্রেণী একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এবার পরীক্ষা দিচ্ছে। তারা স্কুলে এলে, তাদের না খেতে দিয়ে স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দেন প্রধান শিক্ষক হামিদুল হক। এরই প্রতিবাদে স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবক সহ স্কুলের ছাত্রছাত্রীরা।
advertisement
advertisement
শিক্ষক শিক্ষিকারা স্কুলে ঢুকতে না পেরে রাস্তাতে দাঁড়িয়ে থাকেন। পড়ুয়া ও অভিভাবকরা জানান,সরস্বতী পুজোর জন্য চাঁদা নেওয়া হয় কিন্তু তারা স্কুলে খেতে এলে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি।বহিরাগত বলে তাদের বের করে দেওয়া হয়।স্কুলের শিক্ষক দেবীপ্রসাদ ধর বলেন,যারা আউটগোয়িং তাদের আমন্ত্রণ করা হয়নি এটাই অভিযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 01, 2025 8:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সরস্বতী পুজোর খাওয়া থেকে বাদ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা! ক্ষোভে স্কুলে তালা









