Hooghly News: শরীরে সার নেই, মুখ থেকে বেরোচ্ছে গ্যাঁজলা! চুঁচুড়ায় একাকী বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার দেহ

Last Updated:

Hooghly News: এদিন সংবাদপত্র বিক্রেতা কাগজ দিতে এসে একাধিকবার বেল বাজালেও ওই বৃদ্ধের সাড়া পাননি। তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। এরপর পুলিশে খবর দেওয়া হলে তাঁরা এসে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে দেখেন, বিছানার উপর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন ওই বৃদ্ধ।

মৃতদেহ উদ্ধার
মৃতদেহ উদ্ধার
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষঃ চুঁচুড়ায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর অস্বাভাবিক মৃত্যু। আবাসনের দরজা ভেঙে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার। মৃতের নাম অমল চক্রবর্তী। স্ত্রীয়ের মৃত্যুর পর থেকে তিনি একাই থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চুঁচুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের মণিকোঠার একটি আবাসনে একাই থাকতেন বছর ৭৫-এর বৃদ্ধ অমলবাবু। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। কয়েক বছর আগে তাঁর স্ত্রীয়ের মৃত্যু হয়েছে। এরপর থেকে নিঃসন্তান বৃদ্ধ একাই থাকতেন। তবে তাঁর কয়েকজন আত্মীয় চুঁচুড়াতেই থাকেন।
আরও পড়ুনঃ ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা! চুঁচুড়ায় শুরু হয়ে গেল আয়ুষ মেলা, কতদিন চলবে জেনে নিন
জানা যাচ্ছে, প্রতিদিনের মতো আজ সকালেও নির্দিষ্ট সময়ে তাঁর ফ্ল্যাটে খবরের কাগজ দিতে আসেন সংবাদপত্র বিক্রেতা। অন্যান্য দিন বেল বাজালে অমলবাবু দরজা খুলে কাগজ নিতেন। কিন্তু আজ একাধিকবার বেল বাজানোর পরেও কোনও সাড়া না পাওয়ায় সংবাদপত্র বিক্রেতা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডাকেন এবং ঘটনাটি জানান। প্রতিবেশীরাও একাধিকবার ডাকাডাকি করে বৃদ্ধের কোনও সাড়াশব্দ পাননি।
advertisement
advertisement
এরপর পুলিশে খবর দেওয়া হয়। সেই সঙ্গেই অমলবাবুর একমাত্র ভাইপোকেও ফোন করে পুরো বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখা যায়, বিছানার উপর অচৈতন্য অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ। তাঁর মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে।
পুলিশের সহায়তায় তৎক্ষণাৎ অমলবাবুকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে মৃত্যু হল সেই বিষয়ে জানতে দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শরীরে সার নেই, মুখ থেকে বেরোচ্ছে গ্যাঁজলা! চুঁচুড়ায় একাকী বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার দেহ