Ayush Mela 2025: ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা! চুঁচুড়ায় শুরু হয়ে গেল আয়ুষ মেলা, কতদিন চলবে জেনে নিন
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Ayush Mela 2025: এই আয়ুষ মেলায় থাকছে আয়ুষ বিষয়ক বিশেষ সেমিনার, যোগাসন প্রতিযোগিতা, স্বাস্থ্য বিষয়ক কুইজ, বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প, হোমিওপ্যাথি চিকিৎসা শিবির। রোজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে।
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষঃ হুগলি জেলার চুঁচুড়ায় আয়ুষ মেলা শুরু হয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলা জুড়ে চারটি সাব-ডিভিশনে এই আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে। চন্ডীতলা ও হরিপাল শহরের পাশাপাশি সদর চুঁচুড়াতেও তিন দিনব্যাপী আয়ুষ মেলা বসেছে। ১০ ডিসেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।
জেলা আয়ুষ দফতরের আধিকারিক ডা. দীনেশ চন্দ্র দত্ত জানান, সাধারণ মানুষকে আয়ুষ পদ্ধতির গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং এর উপকারিতা সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্দেশেই এই মেলার আয়োজন। তাঁর কথায়, “প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সুস্থভাবে বাঁচার পথই আয়ুষ।”
আরও পড়ুনঃ জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা দখল! শীতের দুপুরে রাজ্য সড়কে হাঁটাহাঁটি গজরাজের, ছবিতে দেখুন
মেলার উদ্বোধনের প্রাক্কালে এদিন চুঁচুড়া সদর জুড়ে এক বিশেষ সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে। পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক, কর্মী ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
advertisement
এই আয়ুষ মেলায় থাকছে আয়ুষ বিষয়ক বিশেষ সেমিনার, যোগাসন প্রতিযোগিতা, স্বাস্থ্য বিষয়ক কুইজ, বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প, হোমিওপ্যাথি চিকিৎসা শিবির। রোজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে। এই সময়ের মধ্যে সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন এবং আয়ুষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আয়ুষ মেলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে প্রাকৃতিক ও বিকল্প চিকিৎসা পদ্ধতি সম্পর্কে নতুন আগ্রহ তৈরি হবে বলে আশাবাদী হুগলি জেলার ডিএমও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli-Chinsurah (Hugli-Chuchura),Hugli,West Bengal
First Published :
December 10, 2025 6:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ayush Mela 2025: ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা! চুঁচুড়ায় শুরু হয়ে গেল আয়ুষ মেলা, কতদিন চলবে জেনে নিন










