Hooghly News: মাথায় টুপি, সামনে কেক,পোষ্য ছাগলের জন্মদিনে এলাহি আয়োজন
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মেনুতে ছিল, ভাত , ভেজ ডাল, আলুর চিপস, মুরগির মাংস, চাটনি, পাপড়, সঙ্গে শেষপাতে নোলেন গুড়ের রসগোল্লা
হুগলি: ছাগলের জন্মদিন উপলক্ষে এলাহি আয়োজন। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে চুঁচুড়ার বুনো কালীতলা বালি পুকুর ধার এলাকায়। পেশায় ব্যবসায়ী বাবলু ওরাও এক বছর আগে একটি ছাগল পান। দিনটা ছিল ২ জানুয়ারি। গত এক বছরে ছাগলটি যেন তার নিজের সন্তান হয়ে উঠেছে। সেই ছাগলেরই এক বছর পূর্তি উপলক্ষে এলাহি জন্মদিনের আয়োজন করেছেন বাবলু ও তার বন্ধুবান্ধবরা।
স্থানীয় সূত্রে খবর, বছরখানেক আগে স্থানীয় একটি মন্দিরে বলি দেওয়ার জন্য একটি ছাগল নিয়ে এসেছিলেন এক ভদ্রলোক। কিন্তু সে ছাগল পালিয়ে চলে আসে বাবলুর বাড়িতে। নিঃসন্তান বাবলু নিজের ছেলের মতো ভালোবেসে ফেলেন সেই ছাগলকে। তারপরেই তার এক বছর পূর্তি উপলক্ষে এলাহিভাবে আয়োজন করেন ছাগলের জন্মদিনের। প্রথমে জন্মদিনের কেক কাটা তারপর ছাতা খাটিয়ে আলো লাগিয়ে টেবিল-চেয়ার পেতে ভুরিভোজ। কম করে দেড়শ নিমন্ত্রিতদের খাওয়ানো হয় পাত পেড়ে। মেনুতে ছিল, ভাত , ভেজ ডাল, আলুর চিপস, মুরগির মাংস, চাটনি, পাপড়, সঙ্গে শেষপাতে নোলেন গুড়ের রসগোল্লা।
advertisement
বাবলুর বন্ধু প্রসেনজিৎ বলেন, অনেকেই নিজের পোষ্যকে ভালোবেসে ফেলেন নিজের সন্তানের মতো। তেমনি ঘটনা ঘটেছে এখানেও। অনেকেই কুকুর বা বিড়ালের জন্মদিন পালন করেন। কিন্তু বাবলুর পোষ্য যেহেতু ছাগল, তাই ছাগলের জন্মদিন পালন হয়েছে। ছাগলের মাথায় জন্মদিনের টুপি পরিয়ে, কেক কেটে হয়েছে উদযাপন।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 03, 2025 11:50 PM IST







