Hooghly News: জঞ্জালে ভরে যাবে চুঁচুড়া...! আশঙ্কা বাড়ছে শহরে, কারণ জানলে চমকে যাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Hooghly News: শহরের জঞ্জাল পরিষ্কার হবে না, রাস্তাঘাট আস্তাকুঁড়ে পরিণত হবে আশঙ্কা শহরবাসীর। আচমকা কেন এমন পরিস্থিতি তৈরি হল শহরে।
হুগলি: সোমবার গভীর রাত পর্যন্ত পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা, মঙ্গলবার সকাল থেকেই আবার কাজে যোগ দিল না চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। অচল পুরসভা। পুরসভার গেটের সামনে বসে অবস্থান অস্থায়ী কর্মীদের।
দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিল তারা। সোমবার গভীর রাত পর্যন্ত হুগলির চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
advertisement
advertisement
পুরসভার অস্থায়ী কর্মচারীদের দাবি, তাদের ১০০ টাকা করে রোজ বাড়াতে হবে। ৬৫ বছর হয়ে গেছে এমন কর্মচারীদের বসাতে গেলে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে। কর্মিদের ইএসআই, পিএফ চালু করতে হবে। গতকাল মহকুমা শাসকের আলোচনার আশ্বাসে ঘেরাও আন্দোলন থেকে সরে আসে শ্রমিকরা। তবে আজ সকাল থেকে তারা কাজে যোগ দেননি। দাবি পূরণ না হলে তারা কাজ করবে না বলে সব জানিয়ে দিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চুঁচুড়া পুরসভার প্রায় ২০০০ অস্থায়ী শ্রমিক কর্মচারী রয়েছে। তাদের বেতন দিতে পুরসভার ভাড়ার শূন্য হয়ে যায়। তাই পুরসভার বর্তমান বোর্ড ঠিক করে যাদের ৬৫ বছর হয়ে গেছে মঙ্গলবার থেকে তাদের আর কাজে নেওয়া হবে না। পরিবর্তে আর পাঁচ মাস ধরে তাদের বেতন দেওয়া হবে। এরই প্রতিবাদে আন্দোলনে নামে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। আর এই আন্দোলনের ফলে শহরের জঞ্জাল পরিষ্কার হবে না, রাস্তাঘাট আস্তাকুঁড়ে পরিণত হবে আশঙ্কা শহরবাসীর।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 3:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: জঞ্জালে ভরে যাবে চুঁচুড়া...! আশঙ্কা বাড়ছে শহরে, কারণ জানলে চমকে যাবেন