Mahesh Rath Yatra: রথযাত্রাতেই শেষ নয়, মাহেশের আরও এক বড় আকর্ষণ দ্বাদশ গোপাল উৎসব! দেখলে মন ভাল হয়ে যাবে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Mahesh Rath Yatra: বিপুল উৎসাহ উদ্দীপনা এবং মহা সমারহের মধ্য দিয়ে পালিত হল মাহেশের ঐতিহ্যবাহী দ্বাদশ গোপাল উৎসব।
হুগলি: বিপুল উৎসাহ উদ্দীপনা এবং মহা সমারহের মধ্য দিয়ে পালিত হল মাহেশের ঐতিহ্যবাহী দ্বাদশ গোপাল উৎসব। রবিবার সন্ধ্যায় মাহেশ জগন্নাথ বাড়ি থেকে মাসির বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা হরি নামে মুখর হয়ে উঠে ছিল, ভক্তের দল জিটি রোডের উপর দিয়ে হরিনাম সংকীর্তন সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভু মূর্তি নিয়ে এক বিশাল শোভাযাত্রা নগর পরিক্রমা করেন। বিভিন্ন স্থান থেকে আগত সাধুসন্ত মহারাজরা এবং বৈষ্ণবগণ এই দ্বাদশ গোপাল উৎসবে অংশ নেন, এর সঙ্গে ছিল বিভিন্ন নৃত্য গোষ্ঠীর অপরূপ নৃত্য পরিবেশনা, পুরো অনুষ্ঠানটিকে নুতন এক মাত্রা এনে দেয়।
রাস্তার ধারে অগণিত দর্শনার্থীরা প্রাণবন্ত এই শোভাযাত্রাটি প্রত্যক্ষ করেন। হুগলির শ্রীরামপুরের জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী এবং সভাপতি অসীম পন্ডিত জানান, স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব মাহেশে এসে মাহেশকে নব নীলাচল নামে ভূষিত করেন, রথের দিন চৈতন্যদেব তার দ্বাদশ গোপালদের নিয়ে রথের চারপাশে হরিনাম সংকীর্তন করেছিলেন। আর এই দ্বাদশ গোপালের অন্যতম হলেন ঠাকুর কমলাকার পিপলাই, তিনি ছিলেন চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ, যখন মাহেশ জগন্নাথ দেবের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী বয়সের ভারে অসুস্থ হয়ে পড়েছিলেন।
advertisement
advertisement
সেই সময় তিনি চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন আপনি এমন একজনকে এখানে দিন যিনি পরবর্তীকালে মাহেশের জগন্নাথ দেবের আরাধনার ভার নেবেন, তখন মহাপ্রভু চৈতন্যদেব কমলাকর পিপলাইকে প্রভু জগন্নাথ দেবের সেবার ভার দিয়েছিলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
রবিবার সন্ধ্যায় এই দ্বাদশ গোপাল উৎসব দেখতে দূর দুরন্তের মানুষজন মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে হাজির ছিলেন। ভক্ত সমাগমের মধ্যে দিয়ে মহাসামরহে পালিত হয় দ্বাদশ গোপাল উৎসব। শ্রীচৈতন্যদেবের মূর্তি নিয়ে তারা নগর পরিক্রমা করেন। মাহেশ জগন্নাথ মন্দির থেকে মহেশ মাসির বাড়ি মন্দির চত্বর মুখরিত হয়ে উঠেছিল এই দিন সন্ধ্যায় দ্বাদশ গোপাল উৎসব উপলক্ষে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 2:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahesh Rath Yatra: রথযাত্রাতেই শেষ নয়, মাহেশের আরও এক বড় আকর্ষণ দ্বাদশ গোপাল উৎসব! দেখলে মন ভাল হয়ে যাবে