Holi 2022: রং খেলার দিনে এক টুকরো শান্তিনিকেতনের প্রতিচ্ছবি ধরা পড়ে মহিষাদল রাজবাড়িতে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Holi 2022 : শান্তিনিকেতনের এক টুকরো প্রতিচ্ছবি প্রতিবছর দোলের দিন ভেসে ওঠে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্ত উৎসবে।
#মহিষাদল: শেষ কয়েক বছর বসন্ত উৎসবের আলাদা উন্মাদনা সৃষ্টি হয়েছে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে। আম্রকুঞ্জ যেন হয়ে উঠেছে এক টুকরো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের দোল উৎসব (Dol Utsav 2022) বা বসন্ত উৎসব নিয়ে সবাই ওয়াকিবহাল। শান্তিনিকেতনের এক টুকরো প্রতিচ্ছবি প্রতিবছর দোলের দিন ভেসে ওঠে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্ত উৎসবে।
প্রভাত ফেরী, নাচ, গান, আবৃত্তির মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালিত হয় মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে। মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে প্রতিবছর বসন্ত উৎসব আয়োজন করে মহিষাদল প্রেস কর্নার। মহিষাদল প্রেস কর্নারের বসন্ত উৎসব এ বছর ১৩ বছরে পা দিল। সারাবছর সংবাদ সংগ্রহের কাজ করার পাশাপাশি দোলের দিন বসন্ত উৎসব আয়োজন করে মহিষাদলের বিটন, সঞ্জীব, রঞ্জন, কাজল, সন্দীপরা।
advertisement
advertisement
প্রেস কর্নারের এই বসন্ত উৎসব সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মহিষাদলের এই বসন্ত উৎসব ঘিরে আম্রকুঞ্জে বহু মানুষের সমাগম হয় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে। আবির রঙে খুশির রঙে মেতে উঠে আপামর সাধারণ নাগরিক। মহিষাদল প্রেস কর্নার এর এই বসন্ত উৎসবে উপস্থিত থাকেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী।
advertisement
বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন মহিষাদল এর বিধায়ক তিলক চক্রবর্তী। উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি হলদিয়া। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে মহিষাদল প্রেস কর্নার আয়োজিত এই বসন্ত উৎসব শুরু হয়েছে সকাল সাতটায় প্রভাতফেরির মাধ্যমে। মহিষাদল বসন্ত উৎসব শেষ হবে রাত্রি দশটায়। বিভিন্ন কুশীলব সমন্বয়ে নাচ গান আবৃত্তি অনুষ্ঠান মঞ্চে পরিবেশিত হচ্ছে। প্রায় চারশোর বেশি শিল্পী মহিষাদল প্রেস কর্নার আয়োজিত বসন্ত উৎসবে অংশগ্রহণ করে।
Location :
First Published :
March 18, 2022 7:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Holi 2022: রং খেলার দিনে এক টুকরো শান্তিনিকেতনের প্রতিচ্ছবি ধরা পড়ে মহিষাদল রাজবাড়িতে