Howrah News: ১৬২ বছর প্রাচীন হাওড়া পুরসভার দেওয়ালে দেখা মেলে ইতিহাসের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: স্বাধীনতার প্রায় ৮ দশক আগে প্রতিষ্ঠিত হয় হাওড়া পৌরসভা, কলকাতার যমজ শহর হাওড়া, হাওড়া পৌরসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন জানুন।
হাওড়া : স্বাধীনতার প্রায় ৮ দশক আগে হাওড়া পৌরসভার প্রতিষ্ঠা, প্রথম হাওড়া পুরসভার চেয়ারম্যান কে জানেন? হাওড়া পৌরনিগম বা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার সদর হাওড়া শহরের পৌর পরিকাঠামো ও স্বায়ত্তশাসন সংস্থা। এই পৌরসংস্থার শেষ মহানাগরিক ছিলেন রথীন চক্রবর্তী। ১৮৬২ সালে কলকাতার যমজ শহর হাওড়ায় একটি পৌরসভা গঠিত হয়। হাওড়া পৌরনিগম অন্তর্ভুক্ত এলাকার আয়তন ১৪০ বর্গকিলোমিটার। স্বাধীনতার প্রায় ৮ দশক আগে হাওড়া পুরসভার প্রতিষ্ঠা হয়।
advertisement
advertisement
১৮৬২ সালে হাওড়া পুরসভা গঠিত হয়। ১৮৮২-৮৩ সালে হাওড়া পুরসভা থেকে বালি পৌরসভাকে আলাদা করা হয়। ১৯৮০ সালের হাওড়া পৌরসংস্থা আইন অনুসারে ১৯৮৪ সালে হাওড়া পুরসভা পৌরসংস্থায় পরিণত হয়।
হাওড়া পৌরসংস্থা ৫০টি ওয়ার্ডে বিভক্ত। প্রত্যেক ওয়ার্ড থেকে একজন পৌর-প্রতিনিধি নির্বাচিত হন। পৌরসংস্থা একালার প্রশাসনিক কাজ পরিচালনা করে একটি মহানাগরিক-পরিষদ। হাওড়ার মহানাগরিক এই পরিষদের প্রধান, তাকে সাহায্য করেন কমিশনার ও অন্যান্য আধিকারিকেরা।
advertisement
১৬২ বছর প্রাচীন হাওড়া পুরসভার দেওয়ালে দেখা মেলে ইতিহাসের! সূচনালগ্ন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত হাওড়া পুরসভার চেয়ারম্যান-এর তালিকায় সজ্জিত হয়েছে পুরসভার দেওয়াল। ১৮৬২-তে প্রথম চেয়ারম্যান হয়েছিলেন ই. সি চাস্টার। বর্তমানে হাওড়া পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন ডাঃ সুজয় চক্রবর্তী। তাঁর উদ্যোগেই এই ইতিহাস জানতে পারবে বর্তমান প্রজন্ম।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2025 11:59 PM IST

