Howrah News: আবারও গতির বলি বন্যপ্রাণ! গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ঝুটি বিহীন হিমালয়ান সজারু
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
আবারও গতির বলি বন্যপ্রাণ, আমতা চড়া নও পাড়া সংলগ্ন এলাকায় গ্রামীণ সড়কের উপর পড়ে থাকতে দেখা যায় এই পূর্ণবয়স্ক ঝুটি বিহীন হিমালয়ান সজারুর অর্থাৎ পর্কোপাইনের দেহ।
হাওড়া: আবারও গতির বলি বন্যপ্রাণ, এবার প্রাণ হারাল ঝুটি বিহীন হিমালয়ান সজারু । জেলা জুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা প্রতিনিয়ত। সারা বছরে অসংখ্য বন্যপ্রাণী মারা পড়ছে। এই তালিকাতে রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাঘরোল বা মেছো বিড়ালও। একদিকে ঘন জনবসতি অন্যদিকে দ্রুত কলকারখানা গজিয়ে উঠছে। জেলায় কোন ঠাসা হয়ে পড়ছে বন্যপ্রাণীরা। এর ফলেই মৃত্যু মিছিল অব্যাহত জেলায়। বন দফতর ও জেলার পরিবেশ কর্মীরা আপ্রাণ চেষ্টা করেও ঠেকাতে পারছে না মৃত্যু মিছিল। জাতীয় সড়ক রাজ্য সড়ক কিংবা গ্রামীণ সড়ক থেকে নিত্য আসছে দুর্ঘটনার খবর। প্রাণ হারাচ্ছে সাপ, বেঁজি, গন্ধগোকুল, খটাশ, গোসাপ, সজারু, বাঘরোল সহ বহু গুরুত্বপূর্ণ প্রাণী।
হাওড়া জেলার পাঁচলা আমতা উলুবেড়িয়া শ্যামপুর বাগনান সহ বিভিন্ন ব্লক এলাকায় প্রচুর পরিমাণ বন্যপ্রাণীর বসবাস।বনজঙ্গল কমে আসছে বন্যপ্রাণীদের বিচরণ ক্ষেত্র সংকীর্ণ হয়ে পড়ছে। বন্যপ্রাণীর আবাসস্থল গা ঘেঁষে অথবা জলাভূমির বুক চিরে সড়ক ব্যবস্থা বন্যপ্রাণীদের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এবার আমতা চড়া নও পাড়া সংলগ্ন এলাকায় গ্রামীণ সড়কের উপর পড়ে থাকতে দেখা যায় এই পূর্ণবয়স্ক ঝুটি বিহীন হিমালয়ান সজারুর অর্থাৎ পর্কোপাইনের দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে গাড়ির ধাক্কায় মৃত্যু। খবর পৌঁছয় স্থানীয় পরিবেশ কর্মীদের কাছে। তাদের মাধ্যমেই খবর পৌঁছয় বন দফতরে। জেলা বন দফতর বিভাগের তরফে জানানো হয়, এটি গাড়িত ধাক্কায় মৃত্যু।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2024 5:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: আবারও গতির বলি বন্যপ্রাণ! গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ঝুটি বিহীন হিমালয়ান সজারু