সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা, উপকূলগুলিতে সতর্কতা জারি আবহাওয়া দফতরের
Last Updated:
আজ থেকে দু'দিন সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা, সতর্কবার্তা আবহাওয়া দফতরের। উপকূলগুলিতে প্রায় দেড় মিটার বড় ঢেউ আছড়ে পড়তে পারে।
#কলকাতা: আজ থেকে দু'দিন সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা, সতর্কবার্তা আবহাওয়া দফতরের। উপকূলগুলিতে প্রায় দেড় মিটার বড় ঢেউ আছড়ে পড়তে পারে। এর জেরে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সোমবার রাত পর্যন্ত এই সর্তকতা জারি করা হয়েছে ৷
আর্ফিকার কাছে তৈরি হযেছে ব্লকিং হাই। সেখানে প্রচুর শক্তি তৈরির ফলেই বড় আকারের ঢেউ আছড়ে পড়তে পাড়ে বলে মত আবহাওয়াবিদদের। তবে সমুদ্রের পাড়ে ঢেউ-এর আকার বেশি হবে। বন্ধ রাখা হয়েছে ওয়াটার রাইডও ৷ বঙ্গোপসাগর উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। সতর্ক করা হয়েছে আন্দামান-নিকোবর, কেরলে উপকূলবর্তী অঞ্চলগুলিতেও। সেই সঙ্গে দিঘা, মন্দারমনিতে পর্যটকদের সতর্ক করা হয়েছে। সমুদ্রে বিনোদন রাইডে যেতেও নিষেধ করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 21, 2018 9:09 AM IST